বেরোবিতে নরওয়ের উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২০:১৭
উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। ছবি : বাসস

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের জন্য নরওয়েতে গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এসময় তিনি বলেন, বেরোবির শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার বাইরে স্কিল ডেভেলপমেন্টের জন্য বর্তমান প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য নরওয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সারাবিশ্বের শিক্ষার্থীদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে।

উপাচার্য বলেন, আজকের সেমিনার বেরোবির শিক্ষার্থীদের ইউরোপের দেশ নরওয়েতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগগুলো খতিয়ে দেখতে সহায়ক ভূমিকা রাখবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে মেধাভিত্তিক ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠিত করতে একাডেমিক ভালো ফলাফলের পাশাপাশি গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিস আয়োজিত সেমিনারে বক্তা হিসেবে ইউনিভার্সিটি অব ইনল্যান্ড নরওয়ের পিএইচডি গবেষক নিশাত আরেফিন মন্ডল নরওয়ের উচ্চশিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 

সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় বিমান বাহিনীর কার্যক্রম
মাইলস্টোনে দগ্ধ শিশুদের চিকিৎসার সবকিছু বহন করবে সরকার : পরিচালক বার্ন ইনস্টিটিউট
চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না : চরমোনাই পীর 
আল জাজিরার অনুসন্ধান: ২০২৪ সালের বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা
যেনতেন নির্বাচন চাই না, হতেও দেবো না: ডা. শফিকুর রহমান
বিএনপি প্রতিহিংসা নয়, সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে: চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা
পাইলট তৌকিরের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি : ছাত্রদল সম্পাদক
প্রস্তাবিত ফৌজদারি কার্যবিধি কার্যকরে গ্রেপ্তার ও আটকে হয়রানি কমবে : আসিফ নজরুল
বিমান দুর্ঘটনায় ৬ জনের অবস্থা সংকটাপন্ন, কেবিনে স্থানান্তর ১৩ জন 
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম আর নেই
১০