হবিগঞ্জে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:০১

হবিগঞ্জ, ২৩ জুলাই ২০২৫ (বাসস) : জেলার নবীগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নূর আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের ডেবনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আলী সিলেটের ওসমানীনগর উপজেলার রহমতপুর গ্রামের মৃত কবির মিয়ার পুত্র। আহতরা হলেন, একই গ্রামের মাসুম মিয়া (২০), আসকির উল্লাহ (৫৫) ও আবুল হাসান (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ডেবনা ব্রিজ এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে মালামাল উঠানোর কাজ করছিল। এতে করে রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ ছিল।

এ সময় নবীগঞ্জ থেকে আউশকান্দিগামী একটি সিএনজি অটোরিকশা ট্রাকটিকে পাশ কাটিয়ে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা লাকড়ি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে সিএনজিতে থাকা যাত্রী নূর আলী, চালকসহ মোট ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর আলীকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। পিকআপ ও সিএনজি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিবারের তত্ত্বাবধানে আজ সকালে তার দাফন সম্পন্ন হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
ক্যারিবীয় উপকূলের কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড় এরিন
আফগানিস্তানে পানি সংকটের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন নারীরা
সমুদ্র উপকূল নিরাপত্তায় বিগত ৬ মাসের সাফল্য তুলে ধরলো কোস্ট গার্ড
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু
র‌্যাবের অভিযানে ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার
হাবিপ্রবির ১৮ শিক্ষার্থী পাচ্ছেন ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫’
এয়ার কানাডার ধর্মঘটে শত শত ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা
সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার
ইসরাইলকে পশ্চিম তীরে বসতি স্থাপন পরিকল্পনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফ্রান্স
১০