হবিগঞ্জে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:০১

হবিগঞ্জ, ২৩ জুলাই ২০২৫ (বাসস) : জেলার নবীগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নূর আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের ডেবনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আলী সিলেটের ওসমানীনগর উপজেলার রহমতপুর গ্রামের মৃত কবির মিয়ার পুত্র। আহতরা হলেন, একই গ্রামের মাসুম মিয়া (২০), আসকির উল্লাহ (৫৫) ও আবুল হাসান (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ডেবনা ব্রিজ এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে মালামাল উঠানোর কাজ করছিল। এতে করে রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ ছিল।

এ সময় নবীগঞ্জ থেকে আউশকান্দিগামী একটি সিএনজি অটোরিকশা ট্রাকটিকে পাশ কাটিয়ে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা লাকড়ি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে সিএনজিতে থাকা যাত্রী নূর আলী, চালকসহ মোট ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর আলীকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। পিকআপ ও সিএনজি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিবারের তত্ত্বাবধানে আজ সকালে তার দাফন সম্পন্ন হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় সিভাসু উপাচার্যের শোক
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২৯ : স্বাস্থ্য অধিদপ্তর
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বার কাউন্সিলের শোকপ্রস্তাব
বিমান বিধ্বস্তে নিহতদের জন্য টোকিওতে বিশেষ প্রার্থনা
সিসিলি’র সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী ঢাকা
নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে জরিমানা, পলিথিন জব্দ
বাংলাদেশকে আরও কোভিড-১৯ পরীক্ষার কিট উপহার দিল চীন
ভোলায় জলবায়ু-সহনশীল ও কিশোর-তরুণদের অন্তর্ভুক্তিমূলক সেমিনার অনুষ্ঠিত
২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান ১৭.০৩ শতাংশ
ক্রীড়া উপদেষ্টার সাথে পিসিবি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
১০