বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার পেলেন ঝিনাইদহের ৮৫০ কৃষক 

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:০৭
পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ৮৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ। ছবি: বাসস

ঝিনাইদহ, ২৩ জুলাই ২০২৫ (বাসস) : পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলার সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৮৫০ কেজি পেঁয়াজ বীজ ও ৩৪ মেট্রিক টন সার বিতরণ করা হয়। আজ সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ সার বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী এবং সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। সেই সাথে তাদের প্রত্যেককে ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিওপি সার প্রদান করা হয়।

বীজ ও সার বিতরণ শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থগিত এইচএসসির পরীক্ষা হবে ১৭ ও ১৯ আগস্ট
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় সিভাসু উপাচার্যের শোক
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২৯ : স্বাস্থ্য অধিদপ্তর
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বার কাউন্সিলের শোকপ্রস্তাব
বিমান বিধ্বস্তে নিহতদের জন্য টোকিওতে বিশেষ প্রার্থনা
সিসিলি’র সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী ঢাকা
নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে জরিমানা, পলিথিন জব্দ
বাংলাদেশকে আরও কোভিড-১৯ পরীক্ষার কিট উপহার দিল চীন
ভোলায় জলবায়ু-সহনশীল ও কিশোর-তরুণদের অন্তর্ভুক্তিমূলক সেমিনার অনুষ্ঠিত
২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান ১৭.০৩ শতাংশ
১০