নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:১৭ আপডেট: : ২৩ জুলাই ২০২৫, ১৭:৩৭
বুধবার নাটোর বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুরে আইড়মারী ব্রিজ এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ। ছবি : বাসস

নাটোর, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা দুইজন বৃদ্ধি পেয়ে মোট ৮ জন হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৫ জনসহ ছয় জন নিহত হন। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), একই উপজেলার ধর্মদহ এলাকার মৃত জিল্লুর রহমানের পুত্র জাহিদুল ইসলাম (৬৫), জাহিদুল ইসলামের স্ত্রী শেলি বেগম (৬০), শহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০), মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা (৭৫) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন বেতগাড়ী গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমান আরা (৬০)। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইক্রোবাসের চালক ধর্মদহ এলাকার জয়নাল আবেদীনের পুত্র সাহাবুদ্দিন সাবু (৩৮) এবং এই ঘটনায় নিহত জাহিদুল ইসলামের বোন সীমা বেগম (৪২)। 

নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি ইসমাইল হোসেন জানান, নিহত জাহিদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর  থেকে তার আত্নীয়স্বজন সহযোগে নবজাতককে দেখতে একটি ভাড়া করা মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ ১৩-৯৭৯২) করে ছেলের শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-৪৮৬৪) বনপাড়ার দিকে আসছিল। এ সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় পৌঁছালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এক নারী মারা যান। ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। গুরুতর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে ২ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নতুল ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে। বিকেলে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
১০