ফকিরহাটে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:৩৭
ছবি : বাসস

বাগেরহাট, ২৩ জুলাই, ২০২৫(বাসস) : জেলার ফকিরহাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। 

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীরের নেতৃত্বে জেলা পুলিশের একটি অভিযানকারী দল মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে কাটাখালি মোড়ে আপ্যায়ন হোটেলের সামনে কাভার্ড ভ্যানের পেছনে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাজাসহ ৩ জনকে গ্রেফতার করে। 

তারা হলেন, নোয়াখালী জেলার সুধারাম থানার ছোট শ্রিরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের পুত্র মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের পুত্র মনির হোসেন (২৪) এবং কুমিল্লার লাকসাম থানার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের পুত্র আরমান(২২) ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মহিদুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর, বাগেরহাট মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ এবং এসআই শিবলি নোমানিসহ ‎ফকিরহাট থানার ফোর্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় বিমান বাহিনীর কার্যক্রম
মাইলস্টোনে দগ্ধ শিশুদের চিকিৎসার সবকিছু বহন করবে সরকার : পরিচালক বার্ন ইনস্টিটিউট
চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না : চরমোনাই পীর 
আল জাজিরার অনুসন্ধান: ২০২৪ সালের বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা
যেনতেন নির্বাচন চাই না, হতেও দেবো না: ডা. শফিকুর রহমান
বিএনপি প্রতিহিংসা নয়, সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে: চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা
পাইলট তৌকিরের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি : ছাত্রদল সম্পাদক
প্রস্তাবিত ফৌজদারি কার্যবিধি কার্যকরে গ্রেপ্তার ও আটকে হয়রানি কমবে : আসিফ নজরুল
বিমান দুর্ঘটনায় ৬ জনের অবস্থা সংকটাপন্ন, কেবিনে স্থানান্তর ১৩ জন 
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম আর নেই
১০