ফকিরহাটে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:৩৭
ছবি : বাসস

বাগেরহাট, ২৩ জুলাই, ২০২৫(বাসস) : জেলার ফকিরহাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। 

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীরের নেতৃত্বে জেলা পুলিশের একটি অভিযানকারী দল মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে কাটাখালি মোড়ে আপ্যায়ন হোটেলের সামনে কাভার্ড ভ্যানের পেছনে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাজাসহ ৩ জনকে গ্রেফতার করে। 

তারা হলেন, নোয়াখালী জেলার সুধারাম থানার ছোট শ্রিরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের পুত্র মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের পুত্র মনির হোসেন (২৪) এবং কুমিল্লার লাকসাম থানার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের পুত্র আরমান(২২) ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মহিদুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর, বাগেরহাট মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ এবং এসআই শিবলি নোমানিসহ ‎ফকিরহাট থানার ফোর্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০