ফকিরহাটে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:৩৭
ছবি : বাসস

বাগেরহাট, ২৩ জুলাই, ২০২৫(বাসস) : জেলার ফকিরহাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। 

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীরের নেতৃত্বে জেলা পুলিশের একটি অভিযানকারী দল মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে কাটাখালি মোড়ে আপ্যায়ন হোটেলের সামনে কাভার্ড ভ্যানের পেছনে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাজাসহ ৩ জনকে গ্রেফতার করে। 

তারা হলেন, নোয়াখালী জেলার সুধারাম থানার ছোট শ্রিরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের পুত্র মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের পুত্র মনির হোসেন (২৪) এবং কুমিল্লার লাকসাম থানার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের পুত্র আরমান(২২) ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মহিদুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর, বাগেরহাট মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ এবং এসআই শিবলি নোমানিসহ ‎ফকিরহাট থানার ফোর্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি’র  ৮২ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
কমতে পারে দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
বরগুনায় একই সময়ে ৪টি স্থানে অগ্নিকাণ্ড 
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ২০
পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের শপথ গ্রহণ
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
১০