নিখোঁজদের তালিকা করতে মাইলস্টোন স্কুলের কমিটি গঠন

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:৪৫
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের তালিকা করতে কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

অধ্যক্ষ মো. জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত ছয় সদস্যের এ কমিটিতে রয়েছেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর মিসেস লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি হিসেবে থাকছেন চতুর্থ শ্রেণির (ক্লাস কোড: ২২৭৪) ছাত্রী যাইমা জাহানের বাবা মনিরুজ্জামান মোল্লা এবং দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দুই ছাত্র মারুফ বিন জিয়াউর রহমান ও মো. তাসনিম ভূঁইয়া প্রতিক।

অধ্যক্ষের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে হবে।

কমিটির সদস্যদেরকে দেয়া চিঠিতে অধ্যক্ষ লিখেছেন, গত ২১ জুলাই ২০২৫, সোমবার দুপুর ১টা ১২ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বহু কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক আহত এবং নিহত হন।

দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয় ও তাদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরির জন্য শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
পোল্যান্ডের আকাশে ড্রোন মোকাবিলায় ন্যাটোর সহায়তা
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল
সুশাসন নিশ্চিত হলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে : টিআইবি
নেপালের নিষেধাজ্ঞায় বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
নেত্রকোনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান 
চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ
১০