অ্যালামনাই রিইউনিয়নে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন জাবি উপাচার্য

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:৫৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৩ জুলাই, ২০২৫ (বাসস): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান পাঁচ দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন।

‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডিসি (জেইউএএ-ডিসি)’ আয়োজিত ‘গ্লোবাল রিইউনিয়ন ২০২৫’- এ অংশ নিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহিউদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সফরে আগামী ২৬ জুলাই ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষা ও শিক্ষাদান : অতীত ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক আহসান।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে গুণগত শিক্ষা ও একাডেমিক দক্ষতা বাড়ানোর বিষয়ে সেমিনারে আলোচনা হবে। যাতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনের জন্য আরো ভালোভাবে প্রস্তুত হতে পারে।

এছাড়া বুধবার একটি অ্যালামনাই সভায় অংশ নেবেন তিনি। ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলমান বিভিন্ন পুনর্মিলনী আয়োজনে অংশ নেবেন জাবি ভিসি।

সফরটি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা জাবি অ্যালামনাই ও পেশাজীবীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অধ্যাপক ড. কামরুল আহসানের আগামী ২৮ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
পোল্যান্ডের আকাশে ড্রোন মোকাবিলায় ন্যাটোর সহায়তা
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল
সুশাসন নিশ্চিত হলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে : টিআইবি
নেপালের নিষেধাজ্ঞায় বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
নেত্রকোনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান 
চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ
১০