অ্যালামনাই রিইউনিয়নে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন জাবি উপাচার্য

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:৫৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৩ জুলাই, ২০২৫ (বাসস): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান পাঁচ দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন।

‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডিসি (জেইউএএ-ডিসি)’ আয়োজিত ‘গ্লোবাল রিইউনিয়ন ২০২৫’- এ অংশ নিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহিউদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সফরে আগামী ২৬ জুলাই ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষা ও শিক্ষাদান : অতীত ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক আহসান।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে গুণগত শিক্ষা ও একাডেমিক দক্ষতা বাড়ানোর বিষয়ে সেমিনারে আলোচনা হবে। যাতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনের জন্য আরো ভালোভাবে প্রস্তুত হতে পারে।

এছাড়া বুধবার একটি অ্যালামনাই সভায় অংশ নেবেন তিনি। ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলমান বিভিন্ন পুনর্মিলনী আয়োজনে অংশ নেবেন জাবি ভিসি।

সফরটি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা জাবি অ্যালামনাই ও পেশাজীবীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অধ্যাপক ড. কামরুল আহসানের আগামী ২৮ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় বিমান বাহিনীর কার্যক্রম
মাইলস্টোনে দগ্ধ শিশুদের চিকিৎসার সবকিছু বহন করবে সরকার : পরিচালক বার্ন ইনস্টিটিউট
চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না : চরমোনাই পীর 
আল জাজিরার অনুসন্ধান: ২০২৪ সালের বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা
যেনতেন নির্বাচন চাই না, হতেও দেবো না: ডা. শফিকুর রহমান
বিএনপি প্রতিহিংসা নয়, সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে: চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা
পাইলট তৌকিরের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি : ছাত্রদল সম্পাদক
প্রস্তাবিত ফৌজদারি কার্যবিধি কার্যকরে গ্রেপ্তার ও আটকে হয়রানি কমবে : আসিফ নজরুল
বিমান দুর্ঘটনায় ৬ জনের অবস্থা সংকটাপন্ন, কেবিনে স্থানান্তর ১৩ জন 
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম আর নেই
১০