ফেনীতে বন্যায় হর্টিকালচার সেন্টারের ১০ হাজার চারা নষ্ট

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:৫৩
পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় জেলার পাঁচগাছিয়া বাজার সংলগ্ন হর্টিকালচার সেন্টারের বিভিন্ন প্রজাতির চারা ও কলম নষ্ট হয়ে গেছে। ছবি : বাসস

ফেনী, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : ভারি বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট  বন্যায় জেলার পাঁচগাছিয়া বাজার সংলগ্ন হর্টিকালচার সেন্টারের বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছের চারা নষ্ট হয়ে গেছে। 

জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক নয়ন মনি সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, হর্টিকালচার সেন্টারে ২ হাজার ড্রাগন গাছের চারা, ১ হাজার কাঁঠালের চারা, ৪ হাজার বিভিন্ন প্রজাতির সবজির চারা, ১ হাজার অড়বরই, ২ শতাধিক পেঁপে , শতাধিক পেয়ারা ছাড়াও জলপাই, আম, জাম, বরই, বিভিন্ন প্রজাতির ফুলের চারা সহ প্রায় ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা নষ্ট হয়ে যায়।

হর্টিকালচার সেন্টারের উপ-সহকারি উদ্যান কর্মকতা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, টানা কয়েকদিনের অতি বৃষ্টি ও বন্যায় চারা ভিটিতে পানি জমে কচরা ধরে যাওয়ায় বিভিন্ন প্রজাতির গাছের চারা নষ্ট হয়ে গেছে।

হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক জানান, গতবছরের বন্যায় এ সেন্টারে বিভিন্ন প্রজাতির  প্রায় ৪০ হাজার গাছের চারা মরে গেছে। চলতি বছরে অতিবৃষ্টিতে ও বন্যার পানি বাগানে ঢুকে ফের বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার চারা নষ্ট হয়ে গেছে।

তিনি আরো বলেন, যেহেতু আষাঢ় ও শ্রাবণ মাসে গাছ লাগানোর উপযুক্ত সময় তাই আমরা নতুন করে আবার চারা উৎপাদন ও কলম তৈরি করে উৎপাদনের চেষ্টা করছি। আশা করছি আমরা সফলতা পাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০