ফেনীতে বন্যায় হর্টিকালচার সেন্টারের ১০ হাজার চারা নষ্ট

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:৫৩
পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় জেলার পাঁচগাছিয়া বাজার সংলগ্ন হর্টিকালচার সেন্টারের বিভিন্ন প্রজাতির চারা ও কলম নষ্ট হয়ে গেছে। ছবি : বাসস

ফেনী, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : ভারি বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট  বন্যায় জেলার পাঁচগাছিয়া বাজার সংলগ্ন হর্টিকালচার সেন্টারের বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছের চারা নষ্ট হয়ে গেছে। 

জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক নয়ন মনি সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, হর্টিকালচার সেন্টারে ২ হাজার ড্রাগন গাছের চারা, ১ হাজার কাঁঠালের চারা, ৪ হাজার বিভিন্ন প্রজাতির সবজির চারা, ১ হাজার অড়বরই, ২ শতাধিক পেঁপে , শতাধিক পেয়ারা ছাড়াও জলপাই, আম, জাম, বরই, বিভিন্ন প্রজাতির ফুলের চারা সহ প্রায় ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা নষ্ট হয়ে যায়।

হর্টিকালচার সেন্টারের উপ-সহকারি উদ্যান কর্মকতা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, টানা কয়েকদিনের অতি বৃষ্টি ও বন্যায় চারা ভিটিতে পানি জমে কচরা ধরে যাওয়ায় বিভিন্ন প্রজাতির গাছের চারা নষ্ট হয়ে গেছে।

হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক জানান, গতবছরের বন্যায় এ সেন্টারে বিভিন্ন প্রজাতির  প্রায় ৪০ হাজার গাছের চারা মরে গেছে। চলতি বছরে অতিবৃষ্টিতে ও বন্যার পানি বাগানে ঢুকে ফের বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার চারা নষ্ট হয়ে গেছে।

তিনি আরো বলেন, যেহেতু আষাঢ় ও শ্রাবণ মাসে গাছ লাগানোর উপযুক্ত সময় তাই আমরা নতুন করে আবার চারা উৎপাদন ও কলম তৈরি করে উৎপাদনের চেষ্টা করছি। আশা করছি আমরা সফলতা পাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
ক্যারিবীয় উপকূলের কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড় এরিন
আফগানিস্তানে পানি সংকটের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন নারীরা
সমুদ্র উপকূল নিরাপত্তায় বিগত ৬ মাসের সাফল্য তুলে ধরলো কোস্ট গার্ড
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু
র‌্যাবের অভিযানে ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার
হাবিপ্রবির ১৮ শিক্ষার্থী পাচ্ছেন ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫’
এয়ার কানাডার ধর্মঘটে শত শত ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা
১০