ঝিনাইদহে আলমসাধু-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৫:০৪
ছবি: বাসস

ঝিনাইদহ, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকায় স্যালো ইঞ্জিন চালিত বাহন আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (২২) নামে মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী লালচান (৩৫) আহত হন।  

আজ সকাল সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের হামিদুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শী সামিউল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুরের দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরবা এলাকায় পৌঁছালে একটি নসিমনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোটচাঁদপুরগামী আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যায় রুহুল আমিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের অপর আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, স্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনদের আপত্তি না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
ক্যারিবীয় উপকূলের কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড় এরিন
আফগানিস্তানে পানি সংকটের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন নারীরা
সমুদ্র উপকূল নিরাপত্তায় বিগত ৬ মাসের সাফল্য তুলে ধরলো কোস্ট গার্ড
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু
র‌্যাবের অভিযানে ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার
হাবিপ্রবির ১৮ শিক্ষার্থী পাচ্ছেন ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫’
এয়ার কানাডার ধর্মঘটে শত শত ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা
সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার
ইসরাইলকে পশ্চিম তীরে বসতি স্থাপন পরিকল্পনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফ্রান্স
১০