চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৬:৩৯
দুর্ঘটনা কবলিত ট্রাক ও নিহত চালক জামান হোসেন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ২৩ জুলাই ২০২৫ (বাসস) : চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। 

আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামান হোসেন (৩৪) চট্টগ্রাম জেলার ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের সিকদারবিল গ্রামের মো. আইয়ুবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ট্রাকের ভেতরে আটকা পড়েন। 

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরে ঘটনাস্থল থেকে ট্রাক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত
বিএনপির সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে প্রতিপক্ষকে ছুরিকাঘাত যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
১০