মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:৩১

চট্টগ্রাম উত্তর (মিরসরাই), ২৩ জুলাই ২০২৫ (বাসস): চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিমেন্টবাহী অপর একটি ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জামান হোসেনের (৩৪) বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার সিকদারবিল গ্রামে। তার বাবার নাম মো. আইয়ুব।

তথ্য সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

জানা যায়, চট্টগ্রামমুখী এক খোলা ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ‘চলমান’ সিএনজি ফিলিং স্টেশন অতিক্রম করার সময় পেছনে থাকা সিমেন্টবাহী একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকচালক জামান সেখানে আটকা পড়েন। পরে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই বোরহান উদ্দিন বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক দুটি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০