মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:৩১

চট্টগ্রাম উত্তর (মিরসরাই), ২৩ জুলাই ২০২৫ (বাসস): চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিমেন্টবাহী অপর একটি ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জামান হোসেনের (৩৪) বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার সিকদারবিল গ্রামে। তার বাবার নাম মো. আইয়ুব।

তথ্য সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

জানা যায়, চট্টগ্রামমুখী এক খোলা ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ‘চলমান’ সিএনজি ফিলিং স্টেশন অতিক্রম করার সময় পেছনে থাকা সিমেন্টবাহী একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকচালক জামান সেখানে আটকা পড়েন। পরে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই বোরহান উদ্দিন বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক দুটি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় বিমান বাহিনীর কার্যক্রম
মাইলস্টোনে দগ্ধ শিশুদের চিকিৎসার সবকিছু বহন করবে সরকার : পরিচালক বার্ন ইনস্টিটিউট
চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না : চরমোনাই পীর 
আল জাজিরার অনুসন্ধান: ২০২৪ সালের বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা
যেনতেন নির্বাচন চাই না, হতেও দেবো না: ডা. শফিকুর রহমান
বিএনপি প্রতিহিংসা নয়, সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে: চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা
পাইলট তৌকিরের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি : ছাত্রদল সম্পাদক
প্রস্তাবিত ফৌজদারি কার্যবিধি কার্যকরে গ্রেপ্তার ও আটকে হয়রানি কমবে : আসিফ নজরুল
বিমান দুর্ঘটনায় ৬ জনের অবস্থা সংকটাপন্ন, কেবিনে স্থানান্তর ১৩ জন 
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম আর নেই
১০