বগুড়া, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার শিবগঞ্জে দুই যুগ আগে এক ব্যক্তিকে হত্যার দায়ে আসামি আজিজার রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাজু আহমেদ এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১ জুন শিবগঞ্জের কৃষ্ণপুরে আসামি আজিজুর রহমান পূর্ব শত্রুতা জেরে কৃষক আনোয়ারুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে ও পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন জমা দেয়।
প্রত্যক্ষদর্শী ১৬ জনের স্বাক্ষীর উপর ভিত্তি করে আদালত আজিজুর রহমানকে যাবজ্জীবন সাজা দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজাদ হোসেন তালুকদার বলেন, আসামিকে দেওয়া অর্থদণ্ডের ৯০ হাজার টাকা ভুক্তভোগীর পরিবার পাবে। বাকি ১০ হাজার টাকা সরকারি কোষগারে জমা হবে। এ রায়ে ভুক্তভোগীর পরিবার সন্তুষ্ট।