বিএসটিআই কুমিল্লা অফিসে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:০৯ আপডেট: : ২৩ জুলাই ২০২৫, ১৮:৩৫
ছবি : বাসস

কুমিল্লা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) কুমিল্লা অফিসে আজ সকালে একটি অত্যাধুনিক মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার সকালে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন করেন, বিএসটিআই-এর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম।

এ সময় ল্যাবের দায়িত্বে থাকা মাইক্রোবায়োলজিস্ট মহাপরিচালককে ল্যাবের কাজের ধরণ ও সুবিধাসমূহ নিয়ে বিস্তারিত অবহিত করেন।

নতুনভাবে চালু হওয়া এই ল্যাবে খাদ্যপণ্যে উপস্থিত বিভিন্ন ধরনের ক্ষতিকর অণুজীব- যেমন ব্যাকটেরিয়া ও ইস্ট পরীক্ষার সুযোগ থাকবে। এর মাধ্যমে খাদ্যপণ্যের গুণগত মান নির্ধারণে আরও কার্যকরী ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত কুমিল্লা অঞ্চলের উৎপাদক ও ব্যবসায়ীদের খাদ্যপণ্যের মাইক্রোবায়োলজিক্যাল টেস্টিংয়ের জন্য রাজধানী ঢাকা বা চট্টগ্রামের ল্যাবে যেতে হতো। নতুন এই ল্যাবরেটরি চালুর ফলে স্থানীয় পর্যায়েই এসব গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। এতে সময় ও ব্যয়ের সাশ্রয় হবে এবং উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়া আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

ল্যাব উদ্বোধন শেষে মহাপরিচালক এস এম ফেরদৌস আলম সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং এই ল্যাবরেটরিকে যেনো কুমিল্লা অঞ্চলের জনগণের কল্যাণে যথাযথভাবে ব্যবহার করা হয় সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

এ উপলক্ষে বিএসটিআই কুমিল্লা অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএসটিআই-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ল্যাবরেটরি চালুর মাধ্যমে কুমিল্লা অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এক নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত
বিএনপির সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে প্রতিপক্ষকে ছুরিকাঘাত যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
১০