কুমিল্লায় শহীদ পরিবারের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:৩১
ছবি : বাসস

কুমিল্লা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

দলটির নেতারা আজ বুধবার সকালে চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করে কুমিল্লা শহরে এসে কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার হোটেল নুরজাহানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। পরে সেখানে এক ঘরোয়া মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম-সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। 

এ ছাড়া কুমিল্লা জেলার এনসিপি নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

পরে শহীদ মাছুম মিয়ার কবর জিয়ারত শেষে বিকেল পাঁচটায় নগরীর টাউন হল মাঠে সভায় যোগদান করবেন তারা।

দলটির নেতারা জানান, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতেই এই পদযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে।

তারা বলেন, শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এনসিপি দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ
রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি’র  ৮২ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
কমতে পারে দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
বরগুনায় একই সময়ে ৪টি স্থানে অগ্নিকাণ্ড 
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ২০
পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের শপথ গ্রহণ
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
১০