কুমিল্লায় শহীদ পরিবারের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:৩১
ছবি : বাসস

কুমিল্লা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

দলটির নেতারা আজ বুধবার সকালে চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করে কুমিল্লা শহরে এসে কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার হোটেল নুরজাহানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। পরে সেখানে এক ঘরোয়া মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম-সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। 

এ ছাড়া কুমিল্লা জেলার এনসিপি নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

পরে শহীদ মাছুম মিয়ার কবর জিয়ারত শেষে বিকেল পাঁচটায় নগরীর টাউন হল মাঠে সভায় যোগদান করবেন তারা।

দলটির নেতারা জানান, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতেই এই পদযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে।

তারা বলেন, শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এনসিপি দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০