কুমিল্লায় শহীদ পরিবারের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:৩১
ছবি : বাসস

কুমিল্লা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

দলটির নেতারা আজ বুধবার সকালে চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করে কুমিল্লা শহরে এসে কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার হোটেল নুরজাহানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। পরে সেখানে এক ঘরোয়া মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম-সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। 

এ ছাড়া কুমিল্লা জেলার এনসিপি নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

পরে শহীদ মাছুম মিয়ার কবর জিয়ারত শেষে বিকেল পাঁচটায় নগরীর টাউন হল মাঠে সভায় যোগদান করবেন তারা।

দলটির নেতারা জানান, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতেই এই পদযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে।

তারা বলেন, শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এনসিপি দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে 
সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টা মামলার প্রতিবেদন ২৮ আগস্ট
ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেফতার
গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষা উপদেষ্টা 
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার 
উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন ইফার গর্ভনরেরা
গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী ককটেলসহ গ্রেফতার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৭৫৪ জন
১০