কুমিল্লায় শহীদ পরিবারের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:৩১
ছবি : বাসস

কুমিল্লা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

দলটির নেতারা আজ বুধবার সকালে চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করে কুমিল্লা শহরে এসে কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার হোটেল নুরজাহানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। পরে সেখানে এক ঘরোয়া মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম-সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। 

এ ছাড়া কুমিল্লা জেলার এনসিপি নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

পরে শহীদ মাছুম মিয়ার কবর জিয়ারত শেষে বিকেল পাঁচটায় নগরীর টাউন হল মাঠে সভায় যোগদান করবেন তারা।

দলটির নেতারা জানান, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতেই এই পদযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে।

তারা বলেন, শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এনসিপি দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
ক্যারিবীয় উপকূলের কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড় এরিন
আফগানিস্তানে পানি সংকটের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন নারীরা
সমুদ্র উপকূল নিরাপত্তায় বিগত ৬ মাসের সাফল্য তুলে ধরলো কোস্ট গার্ড
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু
র‌্যাবের অভিযানে ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার
হাবিপ্রবির ১৮ শিক্ষার্থী পাচ্ছেন ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫’
এয়ার কানাডার ধর্মঘটে শত শত ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা
১০