গবেষণা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : বিইপিআরসি চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:৪৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হাসান বলেছেন, গবেষণা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজন গবেষণা।

আজ বুধবার দুপুরে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ‘ইনোভেশন পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার এডভান্সিং ক্লিন এফোর্ডেবল এনার্জি ফর বাংলাদেশ ফিউচার’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ও বিইপিআরসি এর যৌথ উদ্যোগে এই সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, একটি দেশ এগিয়ে যায় গবেষণার মাধ্যমে। দেশের প্রতিটি সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধানে গবেষণাকে কাজে লাগাতে হবে। আমাদের গবেষণার ফলাফল যেন দেশের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখে, সে লক্ষ্যে সবাইকে সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কী-নোট স্পিকার ছিলেন চুয়েট ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্স কাউন্সিল (বিইপিআরসি) এর সদস্য ড. মো: রফিকুল ইসলাম ও চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলেয়ার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ
রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি’র  ৮২ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
কমতে পারে দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
বরগুনায় একই সময়ে ৪টি স্থানে অগ্নিকাণ্ড 
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ২০
পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের শপথ গ্রহণ
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
১০