লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:৪৪

লক্ষ্মীপুর, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় পিকআপ গাড়ির সাথে ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আজ বিকালে রাকিব হোসেন (৩২) নামে একজন নিহত ও তছলিম উদ্দিন নামে একজন গুরুতর আহত হয়েছে। তার অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের জনকল্যাণ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অদুমিয়ার ছেলে। আহত তসলিম ৪ নম্বর ওয়ার্ডের আতর আলীর ছেলে।

পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের জনকল্যাণ সড়ক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা মজুচৌধুরীর হাট সড়কে উঠে। এসময় বাসটার্মিনাল থেকে ছেড়ে আসা মজুচৌধুরীর হাট গামী একটি পিক-আপ অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী রাকিব হোসেন ঘটনাস্থলেই মারা যায়। 

এ সময় স্থানীয়রা আহত তসলিমকে সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশংকাজন বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। পিক-আপ গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে 
সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টা মামলার প্রতিবেদন ২৮ আগস্ট
ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেফতার
গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষা উপদেষ্টা 
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার 
উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন ইফার গর্ভনরেরা
গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী ককটেলসহ গ্রেফতার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৭৫৪ জন
১০