লক্ষ্মীপুর, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় পিকআপ গাড়ির সাথে ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আজ বিকালে রাকিব হোসেন (৩২) নামে একজন নিহত ও তছলিম উদ্দিন নামে একজন গুরুতর আহত হয়েছে। তার অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের জনকল্যাণ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অদুমিয়ার ছেলে। আহত তসলিম ৪ নম্বর ওয়ার্ডের আতর আলীর ছেলে।
পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের জনকল্যাণ সড়ক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা মজুচৌধুরীর হাট সড়কে উঠে। এসময় বাসটার্মিনাল থেকে ছেড়ে আসা মজুচৌধুরীর হাট গামী একটি পিক-আপ অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী রাকিব হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় স্থানীয়রা আহত তসলিমকে সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশংকাজন বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। পিক-আপ গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।