নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে জরিমানা, পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৯:৪৩
নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে জরিমানা, পলিথিন জব্দ। ছবি : বাসস

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : কিশোরগঞ্জ, ঢাকা জেলার নবাবগঞ্জ এবং ঢাকা মহানগরের ইমামগঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ০৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

নিষিদ্ধ পলিথিন বিরোধী এই অভিযানে ২টি মামলার মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং ১৭৩ কেজি পলিথিন জব্দ করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে এ  অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন সময়ে, কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকতে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, গত বছরের ৩ নভেম্বর  থেকে এ পর্যন্ত সারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে মোট ৪৯৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

এই অভিযানগুলোতে ৯২৭টি প্রতিষ্ঠান থেকে ৬৮ লাখ চুয়াত্তর হাজার একশত টাকা জরিমানা আদায় এবং আনুমানিক ২ লাখ ৫১ হাজার ৫৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়াও, দেশজুড়ে ১৬টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর দূষণ বিরোধী এই ধরণের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
১০