নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে জরিমানা, পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৯:৪৩
নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে জরিমানা, পলিথিন জব্দ। ছবি : বাসস

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : কিশোরগঞ্জ, ঢাকা জেলার নবাবগঞ্জ এবং ঢাকা মহানগরের ইমামগঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ০৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

নিষিদ্ধ পলিথিন বিরোধী এই অভিযানে ২টি মামলার মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং ১৭৩ কেজি পলিথিন জব্দ করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে এ  অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন সময়ে, কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকতে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, গত বছরের ৩ নভেম্বর  থেকে এ পর্যন্ত সারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে মোট ৪৯৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

এই অভিযানগুলোতে ৯২৭টি প্রতিষ্ঠান থেকে ৬৮ লাখ চুয়াত্তর হাজার একশত টাকা জরিমানা আদায় এবং আনুমানিক ২ লাখ ৫১ হাজার ৫৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়াও, দেশজুড়ে ১৬টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর দূষণ বিরোধী এই ধরণের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ
রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি’র  ৮২ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
কমতে পারে দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
বরগুনায় একই সময়ে ৪টি স্থানে অগ্নিকাণ্ড 
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ২০
পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের শপথ গ্রহণ
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
১০