রংপুর চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক ও শপথ গ্রহণ

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:৫৬ আপডেট: : ২৪ জুলাই ২০২৫, ১৩:১৭
রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের ২০২৫-২০২৭ দ্বি বার্ষিক মেয়াদী নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক ও শপথ গ্রহণ বুধবার অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

রংপুর, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের ২০২৫-২০২৭ দ্বি বার্ষিক মেয়াদী নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।

রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বিপিএম, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) রংপুর মহানগর শাখার আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু প্রমুখ। 

নবনির্বাচিত সভাপতি এমদাদুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, সহ-সভাপতি যথাক্রমে মো. এনামুল হক সোহেল ও মো. জুলফিকার আজিজ খান ভুট্টোসহ অন্যান্য নির্বাচিতদেরকে শপথ বাক্য পাঠ করান আরসিসিআই নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক পিএলসি রংপুর শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. সারওয়ার মোর্শেদ।

চেম্বারের সদ্য বিদায়ী সভাপতি মো. আকবর আলী নবনির্বাচিত সভাপতি এমদাদুল হোসেন এর নিকট রংপুর চেম্বারের দায়িত্বভার হস্তান্তর করেন। এরপর নবনির্বাচিত রংপুর চেম্বার পরিচালনা পর্ষদকে বিভিন্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, আরসিসিআই নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ডের য়োরম্যান ও সদস্যবৃন্দরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীমান্তে দুইজন হত্যা করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : খেলাফত মজলিশ
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান
ক্যাম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ ‘যুদ্ধে রূপ নিতে পারে’ : থাই প্রধানমন্ত্রী 
দলে ফিরলেন আফ্রিদি
ফিরে দেখা-জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ / সিলেটে গ্রেপ্তার আতঙ্ক, ১০ মামলা ১৬ হাজার আসামি, সাংবাদিক তুরাব হত্যা মামলা গ্রহণ হয়নি 
সাজেদুর হত্যা : রিমান্ড শেষে কারাগারে সালমান-আনিসুল
জুলাই শহীদ ও মাইলস্টোনে নিহতদের স্মরণে নওগাঁয় দোয়া মাহফিল
নারায়ণগঞ্জে স্টিল মিলের চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত
মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করলেন আফরোজা আব্বাস
১০