সাতক্ষীরা সীমান্তে ৭ মাসে বিপুল পণ্য জব্দ 

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৯:৫০
ছবি : বাসস

সাতক্ষীরা, ২৪ জুলাই ২০২৫ (বাসস) : জেলার সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে গত ৭ মাসে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। 

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। 

জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করে বিজিবি। একইসঙ্গে ২৬ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ মাসে সাতক্ষীরার বিভিন্ন সড়ক ও নৌপথ সীমান্তে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির সদস্যরা অভিযান চালায়। এ সময়ে তারা ৩ কেজি ১৭৫ গ্রাম ওজনের স্বর্ণের বার, ৯০ পিস ডায়মন্ডের নাকফুল, ২৯ কেজি ৪১৫ গ্রাম রুপা, দুই হাজার ১৮৭ বোতল ফেন্সিডিল, এক হাজার ৩১২ বোতল বিদেশি মদ, ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করে। এ সময়ে গ্রেপ্তার করা হয় ২৬ জন চোরাকারবারীকে। জব্দকৃত মালামালের বাজার মূল্য ৪৪ কোটি ৯৪ লাখ ২৪ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিজিবি সীমান্তে মানব ও মাদক পাচারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। 

তিনি বলেন, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় পণ্যগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালপত্র কাস্টমসে এবং মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে জমা রাখা হয়। 

এছাড়া বিভিন্ন সময়ে আটক ২৬ চোকারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০