বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সুনামগঞ্জে প্রার্থনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৯:৪৯
আজ নিহতদের স্মরণে সুনামগঞ্জে প্রার্থনা সভা অনুষ্ঠিত। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৪ জুলাই ২০২৫ (বাসস): ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় আজ জেলায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার ( ২৪ জুলাই) দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে সুনামগঞ্জ শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।  প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার।  

জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজের সঞ্চালনায় প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ শাখার সাবেক সদস্য মঙ্গল রায়, রাজন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট দিপংকর বণিক সুজিত, জেলা কল্যাণ ফ্রন্টের সাবেক সদস্য সচিব রমাকান্ত দাস, শ্রী শ্রী কালিবাড়ি মন্দির স্কুলের শিক্ষিকা জবা রানী ঘোষ, জগন্নাথ জিউর মন্দির স্কুলের শিক্ষিকা রুমা রানী পাল, অভিভাবক পপি দেব, সুমন চক্রবর্তী ও নিরঞ্জন দেবনাথ। 

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অশোক তালুকদার বলেন, গত ২১ জুলাই দুপুরে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়ে অনেক শিশু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক নিহতের ঘটনায় আমরা সুনামগঞ্জবাসি অত্যন্ত মর্মাহত। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নেয়া যায় না। 

তিনি সঠিক নিহতের সংখ্যা জনসম্মুখে প্রকাশের পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান। 

সভা শেষে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০