বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সুনামগঞ্জে প্রার্থনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৯:৪৯
আজ নিহতদের স্মরণে সুনামগঞ্জে প্রার্থনা সভা অনুষ্ঠিত। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৪ জুলাই ২০২৫ (বাসস): ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় আজ জেলায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার ( ২৪ জুলাই) দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে সুনামগঞ্জ শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।  প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার।  

জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজের সঞ্চালনায় প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ শাখার সাবেক সদস্য মঙ্গল রায়, রাজন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট দিপংকর বণিক সুজিত, জেলা কল্যাণ ফ্রন্টের সাবেক সদস্য সচিব রমাকান্ত দাস, শ্রী শ্রী কালিবাড়ি মন্দির স্কুলের শিক্ষিকা জবা রানী ঘোষ, জগন্নাথ জিউর মন্দির স্কুলের শিক্ষিকা রুমা রানী পাল, অভিভাবক পপি দেব, সুমন চক্রবর্তী ও নিরঞ্জন দেবনাথ। 

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অশোক তালুকদার বলেন, গত ২১ জুলাই দুপুরে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়ে অনেক শিশু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক নিহতের ঘটনায় আমরা সুনামগঞ্জবাসি অত্যন্ত মর্মাহত। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নেয়া যায় না। 

তিনি সঠিক নিহতের সংখ্যা জনসম্মুখে প্রকাশের পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান। 

সভা শেষে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০