নওগাঁ জেলা বিএনপির সম্মেলন ১১ আগস্ট 

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২০:২৭

নওগাঁ, ২৪ জুলাই ২০২৫ (বাসস): দীর্ঘ ১৪ বছর পর আগামী ১১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নওগাঁ জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বিকেলে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এ কথা জানান। 

তিনি জানান, আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর ও নওগাঁ জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। 

তিনি আরো জানান, গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় আলোচনার ভিত্তিতে আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপি এবং ১১ আগস্ট নওগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। 

এই দুই সম্মেলন বাস্তবায়নের জন্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আমিরুল ইসলাম খান আলীম ও এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

দলীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে সর্বশেষ নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান সভাপতি এবং জাহিদুল ইসলাম ধলুকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২০১৪ সালের এপ্রিলে ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তারপর আর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এখনো চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। এখন সবার চোখ আসন্ন নতুন কমিটির দিকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০