নওগাঁ জেলা বিএনপির সম্মেলন ১১ আগস্ট 

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২০:২৭

নওগাঁ, ২৪ জুলাই ২০২৫ (বাসস): দীর্ঘ ১৪ বছর পর আগামী ১১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নওগাঁ জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বিকেলে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এ কথা জানান। 

তিনি জানান, আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর ও নওগাঁ জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। 

তিনি আরো জানান, গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় আলোচনার ভিত্তিতে আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপি এবং ১১ আগস্ট নওগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। 

এই দুই সম্মেলন বাস্তবায়নের জন্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আমিরুল ইসলাম খান আলীম ও এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

দলীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে সর্বশেষ নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান সভাপতি এবং জাহিদুল ইসলাম ধলুকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২০১৪ সালের এপ্রিলে ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তারপর আর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এখনো চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। এখন সবার চোখ আসন্ন নতুন কমিটির দিকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
ফ্রিদা কাহলোর চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড মূল্যে, নারী শিল্পীর মধ্যে সর্বোচ্চ
দেশ ছাড়লে ‘পলাতক’ হিসেবে গণ্য হবেন ভেনিজুয়েলার নোবেলজয়ী মাশাদো
১০