দেশ থেকে মুজিববাদ মুছে ফেলতে হবে : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২০:৫৪
ছবি : বাসস

হবিগঞ্জ, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জুলাই আন্দোলন যে লক্ষ্যে শুরু করেছিলাম সেই লড়াই এখনো শেষ হয়নি। সারাদেশে আওয়ামী ফ্যাসিস্ট এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেশের বিরদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের সতর্ক থেকে তাদেরকে মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, ‘আমরা যেমন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তেমনি মানবাধিকার লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। দেশ থেকে মুজিববাদ মুছে ফেলতে হবে।’

আজ সন্ধ্যায় হবিগঞ্জে সাইফুর রহমান টাউনহলে জুলাই পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপি’র আহ্বায়ক বলেন, সম্প্রতি যৌথবাহিনী দ্বারা যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যার নিন্দা জানাই পাশাপাশি যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কথা বলি।

সংগঠনের সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সংগঠনের উত্তরাঞ্চলীয় সংগঠক ও হবিগঞ্জ জেলা সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ যুগ্ম সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আওয়ামী দোসরদের বিচার বিভাগের কাছে হস্তান্তর করতে হবে। বাংলাদেশে একটি নতুন সংবিধান তৈরি করে জনগণের সংবিধানে রূপান্তরিত করতে হবে।

এর আগে বিকেল ৬টার দিকে হবিগঞ্জ সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু হয়। এতে জাতীয় নাগরিক পার্টির হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ‘ভালো সমঝোতা’ : জেলেনস্কি
রাজশাহীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পাবনা মানসিক হাসপাতালের উন্নয়নে ১৩০০ কোটি টাকা চাওয়া হয়েছে: ডা. সায়েদুর রহমান
আরো ৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর 
ইউরোপে জেলেনস্কির ঝটিকা সফর 
ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের প্রতীকের তালিকা প্রকাশ করবে স্পেন
নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 
২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার কমানো জরুরি
পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা 
১০