নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২১:১৩

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): সারা দেশে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

এ উপলক্ষে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’-এই শ্লোগানকে সামনে রেখে নিসচা কেন্দ্রীয় অফিসসহ সারাদেশের শাখা-সংগঠনগুলো নানা কর্মসূচির আয়োজন করে।

এ সকল কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ, ভিডিও প্রদর্শনী এবং স্কুল-কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা।

কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে সকাল ৯টায় নিসচা কেন্দ্রীয় কার্যালয় হতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাতিরঝিল সড়ক ভবনের গেইটে উপস্থিত হয় ও সরকারি র‌্যালিতে অংশ গ্রহণ করে। 

এরপর তারা র‌্যালি শেষে সড়ক ভবন মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের সরকারী কর্মসূচির আলোচনা সভায় অংশগ্রহণ করেন। 

সংগঠনটির নেতারা আলোচনা সভা শেষে সড়ক ভবন থেকে বনানী কবরস্থানে মরহুমা জাহানারা কাঞ্চনের কবর জিয়ারত করেন। 

বনানী কবরস্থান থেকে কবর জিয়ারত শেষে কাকরাইল কেন্দ্রীয় অফিসে এসে বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় কমিটির উদ্যোগে (কেন্দ্রীয় অফিস থেকে প্রেসক্লাব) র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালি শেষে বাদ মাগরিব কেন্দ্রীয় অফিসে মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত ও প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দিনব্যাপী এ সকল কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন নিসচা ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাদেক হোসেন বাবুল, মহাসচিব এস এম আজাদ হোসেন, যুগ্ম-মহাসচিব মো. গনি মিয়া বাবুল, এ কে আজাদ, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০