রাজশাহীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২০:৪৩

রাজশাহী, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ বুধবার দুপুর ১টার দিকে নগরীর সিটিহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমান খান (৪০) এবং একই উপজেলার কিচনিদহা গ্রামের সৈবুর রহমান (৪৫)। তারা দুজন একই মোটরসাইকেলে ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে একটি মোটরসাইকেল রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সিটিহাট এলাকায় মোড় নেওয়ার সময় যাত্রীবাহী গ্রামীণ ট্রাভেলস বাস তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অন্যজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নগরীর শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী জানান, দ্রুত গতির বাসটি ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই বাসের নিচে চাপা পড়ে মারা যান। পরবর্তীতে পুলিশ বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০