রাজশাহীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২০:৪৩

রাজশাহী, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ বুধবার দুপুর ১টার দিকে নগরীর সিটিহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমান খান (৪০) এবং একই উপজেলার কিচনিদহা গ্রামের সৈবুর রহমান (৪৫)। তারা দুজন একই মোটরসাইকেলে ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে একটি মোটরসাইকেল রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সিটিহাট এলাকায় মোড় নেওয়ার সময় যাত্রীবাহী গ্রামীণ ট্রাভেলস বাস তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অন্যজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নগরীর শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী জানান, দ্রুত গতির বাসটি ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই বাসের নিচে চাপা পড়ে মারা যান। পরবর্তীতে পুলিশ বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
দুদকের মামলায় কারাগারে কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
১০