তৃণমূল কর্মীরাই বিএনপির প্রাণ : হাবিব

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২১:৩০
ছবি : বাসস

সাতক্ষীরা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তৃণমূল কর্মীরাই বিএনপির প্রাণ।

তিনি আজ দুপুরে জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মাগুরা ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘যে ভোট করে, সে জানে একজন তৃণমূল কর্মীর মূল্য কত। আর যে ভোট করে না, সে কখনো কর্মীর মর্ম বুঝবে না। নির্বাচনের আগে কমিটি গঠন একটি বড় চ্যালেঞ্জ হলেও তিনি তৃণমূলের মতামতের ভিত্তিতে এই সম্মেলন করে যাচ্ছেন। দুই একজনের জন্য পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। যদি কেউ অন্যায় করে, দল তার দায় নেবে না। তিনি আরো বলেন, সব ধর্মের মানুষের মূল্যায়ন করতে হবে, তাদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।

কাউন্সিল শেষে বাড়িবাড়ি গিয়ে আজ থেকেই ভোটের কাজ শুরু করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিনুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা শেখ আমিনুর ইসলাম, শেখ শহিদুল ইসলাম, অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামসহ অন্যরা।

সম্মেলনের শেষে সবার মতামতের ভিত্তিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোনের শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
সাভারে চুরি হওয়া ১৬ বান্ডেল পশুর চামড়া উদ্ধার, গ্রেফতার ২
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটনের মরদেহ ২২ ঘণ্টা পর হস্তান্তর
শিল্পকলায় মঞ্চস্থ হলো নাটক ‘মুখোমুখি’
মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে : এ্যানি
দাদার কবরের পাশে শায়িত হলেন মাইলস্টোন শিক্ষার্থী আয়মান
রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার
অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে : এবি পার্টি
ভারতীয় সীমান্তে দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি জামায়াতের
মাইলস্টোনের শিক্ষার্থী রাইসার দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ গ্রামবাসী
১০