মব কালচার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে : রুহুল কবির রিজভী

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২১:৫৭
ছবি : সংগৃহীত

মৌলভীবাজার, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মব কালচার মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করে রেখেছে। 

তিনি আজ দুপুরে জেলা শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জাসাসের নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির টিম প্রধান সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

রুহুল কবির রিজভী বলেন, কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। কিন্তু তা না করে একটা মব তৈরি করে উচ্ছৃঙ্খল জনতা সংগঠিত হয়ে অপরাধীর ওপর আক্রমণ করছে। প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে তো অপরাধী বলা যাবে না। এটা তো আইনের বিধান।  

তিনি বলেন, কিন্তু মব তৈরি করে তাকে বেধড়ক পেটানো এক ধরনের অপরাধ। ৫ আগস্টের পরে মব কালচার এত বেশি তীব্র আকার ধারণ করলো কেন? এখানে প্রশাসনিক ব্যবস্থা কোথায়? এটা তো মানুষ আজ জানতে চায়।  

বিএনপির নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের  কোনো পদ পদবিতে আছেন-এমন কাউকে প্রাথমিক সদস্য করা যাবে না। যারা বিতর্কিত তাদেরকেও বিএনপির সদস্যপদ দেওয়া যাবে না। যারা চাঁদাবাজ, সন্ত্রাস, লুটপাটকারী, দুর্নীতিবাজ ও গুন্ডা-মাস্তান তাদেরকেও অন্তর্ভুক্ত করা যাবে না। এসব লোককে যে বা যারা স্বাক্ষর করে সদস্য করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, মিজানুর রহমান মিজানের সদস্য পদ নবায়নের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রুহুল কবির রিজভী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০