চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না : চরমোনাই পীর 

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২৩:৪২
ছবি : বাসস

বাগেরহাট, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না।

তিনি বলেন, ‘এ দেশে আমরা জন্মগ্রহণ করেছি। এ দেশ আমার, এ দেশের ভাল-মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্বও আমার।’

আজ বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জের কাপুড়িয়া পট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক  গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘আমি বলব ৫ আগস্টের পরে দেশ গঠন করার একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমরা যদি মাঠে ময়দানে রাজপথে দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে স্লোগান তুলতে পারি, তাহলে যারা ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দেয়, দেশের মধ্যে বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন করে, এই স্বার্থান্বেষী মহল বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন, দলের  নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, বাগেরহাট- ৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০