যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৫১

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১১:৪৪

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস): যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে আটক হয়েছে ১৫১ জন।

১৬ অক্টোবর ২০২৫ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

যৌথ অভিযানে অবৈধ অস্ত্রধারী, চিহ্নিত সন্ত্রাসী, চোরাকারবারি, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ১৫১ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপরাধীদের কাছ থেকে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, তিনটি কার্তুজ, ৩৫টি ককটেল, দেশি-বিদেশি মাদকদ্রব্য, দেশি-বিদেশি ধারালো অস্ত্র, নগদ অর্থও মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও, বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপনে সহায়তার পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাগেশ্বরীতে গঙ্গাধর নদীর ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
লক্ষ্মীপুরে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা
জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান: আটক ৪
বাঁশখালীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
লালমনিরহাটে শ্রেষ্ঠ গুণী শিক্ষক কামরুজ্জামান
কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০
যশোরে ভ্যানচালক হত্যায় তিন আসামি গ্রেপ্তার
সাপে কাটা রোগীদের জন্য দেশের প্রথম বিশেষায়িত ওয়ার্ড রামেকে
ভৈরবে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
১০