রংপুর, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস): ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর মেডিকেল কলেজ শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটির উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ডা. আকমাল হাবিব চৌধুরী। আহ্বায়ক অধ্যাপক ডা. জাবেদ আখতার এবং সদস্য সচিব অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মনোনীত হয়েছেন।
ড্যাবের নেতৃবৃন্দ ও সদস্যরা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা ও মানবসেবার মান আরও বৃদ্ধি পাবে।