সাতক্ষীরায় চোরাচালান পণ্যসহ একজন আটক

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ২০:০৬
আজ সাতক্ষীরায় চোরাচালান পণ্যসহ একজন আটক। ছবি : বাসস

সাতক্ষীরা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালান পণ্যসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়।

এছাড়া তলুইগাছা বিওপির আভিযানিক দল চারাবাড়ি থেকে ইয়াবা ও মোটরসাইকেলসহ চোরাকারবারি মো. শহিদুল ইসলামকে (৩৫) আটক করে। শহিদুল সাতক্ষীরা সদরের দক্ষিণ তলুইগাছার মো. হাফিজুর রহমানের ছেলে। 

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া ও লক্ষিদাড়ী থেকে ভারতীয় ওষুধ ও শাড়ি, কুশখালি বিওপির আভিযানিক দল শশ্বানঘাট থেকে বোরকা জব্দ করে।

এছাড়া তলুইগাছা বিওপির পৃথক আভিযানিক দল চারাবাড়ি থেকে ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ওই চোরাকারবারিকে আটক করে। উত্তর তলুইগাছা মুশিকুরের মোড় থেকে ভারতীয় মদ জব্দ করে।

কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া থানাধীন গেড়াখালি থেকে শাড়ি এবং মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলাবাড়ি ও শশ্বানঘাট থেকে ওষুধ ও শাড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৯ লাখ ৩৪ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০