অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ২২:০৫
আজ বৃহস্পতিবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর একটি দল কক্সবাজারের কলাতলীসহ সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে ঘোড়ার জন্য সুষম খাদ্য বিতরণ ও অসুস্থ ঘোড়ার চিকিৎসা করে। ছবি : বাসস

কক্সবাজার, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’- এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে ঘোড়ার জন্য সুষম খাদ্য বিতরণ ও অসুস্থ ঘোড়ার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং তাঁর পৃষ্ঠপোষকতায় প্রাণীকুলের কল্যাণে নিবেদিত এ সংগঠনটি ঘোড়াসহ অভুক্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার সংগঠনটির একটি দল কক্সবাজারের কলাতলীসহ সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে ঘোড়ার জন্য সুষম খাদ্য বিতরণ ও অসুস্থ ঘোড়ার চিকিৎসা করে।

প্রাণিকূলের জন্য এমন সেবামূলক উদ্যোগের নেতৃত্ব দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচির মতো কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সংস্থাটি এবার সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আতিকুর রহমান মিঠু, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন এবং ভেটেরিনারি সার্জন ডা. মাহবুবুর রহমানের সমন্বয়ে গঠিত একটি ভেটেরিনারি মেডিকেল টিম কক্সবাজারে প্রায় ৫০টি অসুস্থ ঘোড়ার চিকিৎসা করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ অক্টোবর) কক্সবাজারে পরিত্যক্ত ও অসুস্থ ঘোড়ার চিকিৎসা এবং সুষম খাদ্য প্রদান অব্যাহত থাকবে। একটি বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসক দলও এ কার্যক্রমে অংশ নিচ্ছে।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, ‘প্রথম ধাপের এই কার্যক্রম এক সপ্তাহ চলবে। সরকারি অনুমতি পেলে এটি আরও বিস্তৃত করা হবে।’

কক্সবাজারের কলাতলী সৈকতে খাদ্য বিতরণ ও চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আদনান আজাদ, সদস্য ইমরান রাশেদ সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজম, এবং মহিউদ্দিন মাহিন, শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ ও মশিউর রহমান মহান।

প্রসঙ্গত, এর আগের দিন গতকাল বুধবার সংগঠনটির সদস্যরা সেন্ট মার্টিন দ্বীপে অভুক্ত কুকুরের জন্য সুষম খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। পরিবেশ সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে আটক ১৫১
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
১০