নরসিংদী, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার রায়পুরায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মরজাল হাইস্কুল মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মদ প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূইয়া, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি ও মরজাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও এর গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য।
তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠিত হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাবা বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।