মুন্সীগঞ্জে ৮ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৬:৫৪

মুন্সীগঞ্জ, ২৫ জুলাই ২০২৫ (বাসস) : জেলার শ্রীনগরে অবৈধভাবে জমির উপরের স্তরের মাটি কাটার দায়ে ৮ জনকে চার লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

একইসঙ্গে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার সকালে হাসাড়া ইউনিয়নের আড়িয়ল বিল ও আলমপুর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।

সাজাপ্রাপ্তরা হলেন, মো. শফিকুল (৩৪), এরশাদ আলী (৩৫), হাসান আলী (৩৫), আব্দুল মজিদ (৪০), মো. সাহাবুদ্দিন (২৬), মো. জাহানুদ্দিন (২২), মো. মনসুর (২০) ও মো. রমজান (১৯)।

অভিযানে জমির উপরের স্তরের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত শফিকুল, এরশাদ আলী, হাসান আলী ও আব্দুল মজিদকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড এবং ৩০ দিনের কারাদণ্ড দেন। একই অপরাধে সাহাবুদ্দিন, জাহানুদ্দিন, মনসুর ও রমজানকে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, আড়িয়ল বিলসহ উপজেলায় অবৈধ মাটি কাটা ও বালু ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খাঁন জানান, দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে তা আলোচনার বিষয় : সালাহউদ্দিন
মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম বদলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নোংরা রাজনীতিতে দীর্ঘদিন ফুটবলের উন্নয়ন থমকে ছিল : তাবিথ আউয়াল
একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : রেজাউল করীম
কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ইউএনজিএ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
বিজয়ের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় খুলনার
১০