মুন্সীগঞ্জে ৮ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৬:৫৪

মুন্সীগঞ্জ, ২৫ জুলাই ২০২৫ (বাসস) : জেলার শ্রীনগরে অবৈধভাবে জমির উপরের স্তরের মাটি কাটার দায়ে ৮ জনকে চার লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

একইসঙ্গে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার সকালে হাসাড়া ইউনিয়নের আড়িয়ল বিল ও আলমপুর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।

সাজাপ্রাপ্তরা হলেন, মো. শফিকুল (৩৪), এরশাদ আলী (৩৫), হাসান আলী (৩৫), আব্দুল মজিদ (৪০), মো. সাহাবুদ্দিন (২৬), মো. জাহানুদ্দিন (২২), মো. মনসুর (২০) ও মো. রমজান (১৯)।

অভিযানে জমির উপরের স্তরের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত শফিকুল, এরশাদ আলী, হাসান আলী ও আব্দুল মজিদকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড এবং ৩০ দিনের কারাদণ্ড দেন। একই অপরাধে সাহাবুদ্দিন, জাহানুদ্দিন, মনসুর ও রমজানকে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, আড়িয়ল বিলসহ উপজেলায় অবৈধ মাটি কাটা ও বালু ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খাঁন জানান, দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 
যশোরের ভবদহে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু
নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে: শারমীন 
ডেঙ্গুতে আরো ৪৬৮ জন হাসপাতালে ভর্তি
যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু
অন্তর্বর্তী ও ভবিষ্যতে নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় করতে আগ্রহী ক্রিস্টেনসেন 
মাদারীপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ৭ অভিবাসীর প্রাণহানি
জুলাই আন্দোলনে নিরীহ আন্দোলনকারীদের হত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার প্রথম চার্জশিট
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭২৬
১০