মুন্সীগঞ্জে ৮ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৬:৫৪

মুন্সীগঞ্জ, ২৫ জুলাই ২০২৫ (বাসস) : জেলার শ্রীনগরে অবৈধভাবে জমির উপরের স্তরের মাটি কাটার দায়ে ৮ জনকে চার লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

একইসঙ্গে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার সকালে হাসাড়া ইউনিয়নের আড়িয়ল বিল ও আলমপুর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।

সাজাপ্রাপ্তরা হলেন, মো. শফিকুল (৩৪), এরশাদ আলী (৩৫), হাসান আলী (৩৫), আব্দুল মজিদ (৪০), মো. সাহাবুদ্দিন (২৬), মো. জাহানুদ্দিন (২২), মো. মনসুর (২০) ও মো. রমজান (১৯)।

অভিযানে জমির উপরের স্তরের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত শফিকুল, এরশাদ আলী, হাসান আলী ও আব্দুল মজিদকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড এবং ৩০ দিনের কারাদণ্ড দেন। একই অপরাধে সাহাবুদ্দিন, জাহানুদ্দিন, মনসুর ও রমজানকে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, আড়িয়ল বিলসহ উপজেলায় অবৈধ মাটি কাটা ও বালু ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খাঁন জানান, দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ
ঝিনাইদহে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
মাদারীপুরে অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত 
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ব্রাজিল
 অর্থ ও পেশীশক্তির রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে : তাসনিম জারা
শ্রেণি শোষণহীন বাংলাদেশ গড়ার আহ্বান প্রিন্সের
রামেক হাসপাতালের রোগী ভাগিয়ে নিচ্ছে দালালরা, ভোগান্তিতে রোগীরা
নির্বাচনে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে : সিইসি
ইনকিউবেটরে হাঁসের বাচ্চা ফুটিয়ে মাসে আয় ৩ লাখ টাকা 
জেট প্রকল্প নিয়ে ফ্রান্সের ওপর চাপ বাড়ালেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী
১০