কুড়িগ্রামে দুই মাদক কারবারিকে কারাগারে প্রেরণ 

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৯:৫৮
কুড়িগ্রামে ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

কুড়িগ্রাম, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার ফুলবাড়ী উপজেলায় দুইহাজার ৩৬৮ পিস ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাদেরকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় ফুলবাড়ী উপজেলার বারাইটারি এলাকায় অভিযানকালে তাদেরকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিরা হলেন নাটোরের লালপুর উপজেলার ধানাইদহপাড়ার মফিজ উদ্দিনের ছেলে শাহ আলম (৪০) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের সেলিম রেজার মেয়ে সানজিদা ইয়াসমিন (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সুফিয়ান ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামানসহ পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার বারাইটারি এলাকায় অভিযান চালান। এ সময় এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও নগদ সাতহাজার ছয়শ’ টাকা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পেস বোলিংয়ের পুনরুত্থানে তীব্র প্রতিযোগিতার মুখে পেসাররা
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০