কুড়িগ্রামে দুই মাদক কারবারিকে কারাগারে প্রেরণ 

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৯:৫৮
কুড়িগ্রামে ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

কুড়িগ্রাম, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার ফুলবাড়ী উপজেলায় দুইহাজার ৩৬৮ পিস ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাদেরকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় ফুলবাড়ী উপজেলার বারাইটারি এলাকায় অভিযানকালে তাদেরকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিরা হলেন নাটোরের লালপুর উপজেলার ধানাইদহপাড়ার মফিজ উদ্দিনের ছেলে শাহ আলম (৪০) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের সেলিম রেজার মেয়ে সানজিদা ইয়াসমিন (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সুফিয়ান ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামানসহ পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার বারাইটারি এলাকায় অভিযান চালান। এ সময় এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও নগদ সাতহাজার ছয়শ’ টাকা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিট' ওয়ার্কশপ
ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় র‌্যালি ও সভা
ইউক্রেনের রাজধানীতে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভের মেয়র
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২ জনের মৃত্যু, নিখোঁজ ২১ 
দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা
মোল্লাহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বোয়ালখালীতে পণ্যের মেয়াদে বিভ্রান্তিকর তথ্য, জরিমানা
লাতিন আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা হোয়াইট হাউসের
তাইওয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জন্য রাষ্ট্রদূতকে চীনের তলব
বাসে অগ্নিসংযোগকালে ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে ১ জনের মৃত্যু
১০