মাগুরায় সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৩:৫৮
শাওন শিকদার । ছবি : সংগৃহীত

মাগুরা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামে সাপের কামড়ে রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শাওন শিকদার (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাত আটটার দিকে নিজ বাড়ির পার্শ্ববর্তী স্থানে তাকে সাপে কামড় দেয়। শাওন শিকদার স্থানীয় বাদশাহ শিকদারের ছোট ছেলে এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

নিহতের চাচাতো ভাই জহির শিকদার বাসসকে জানান, সাপে কামড়ানোর পর প্রথমে স্থানীয়ভাবে ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। তবে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আইয়ুুব আলী বাসসকে জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ কওে বলেন, প্রাথমিক পর্যায় আধুনিক চিকিৎসার বদলে ওঝার চিকিৎসার উপর নির্ভর করায় শাওনের মৃত্যু হয়েছে। তারা সাপের কামড়ের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গণসচেতনতামূলক কর্মসূচির দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০