মাধবদীর সাবেক মেয়র মোশাররফ হোসেন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৪:০৬
মাধবদীর সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। ফাইল ছবি

নরসিংদী, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন নরসিংদী জেলার মাধবদীর সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে রোববার রাতে গ্রেপ্তার হন মোশাররফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। তিনি বলেন, আমাদের জানানো হয়েছে, মাধবদী পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত আর কিছু জানতে পারিনি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, মোশাররফ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হয়। আরেকটি হত্যা চেষ্টার মামলা করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে। এছাড়া একটি মামলায় তিনি আগেই অব্যাহতি পান।

নরসিংদী জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোনালদোর হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে বড় জয় আল নাসরের
সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত
সুনামগঞ্জে জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি
কাঁধের ইনজুরিতে ছিটকে গেলেন ফোর্ড
ঢাকায় আন্তর্জাতিক যুব দিবস দৌড় ২০২৫ অনুষ্ঠিত
নওগাঁয় বিএনপি’র কর্মী সম্মেলন
ইনজুরিতে মাঠের বাইরে লেভানদোভস্কি
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক আর আই এম আমিনুর রশিদের মৃত্যু : উপাচার্যের শোক
প্রাইজমানিতে রেকর্ড গড়তে যাচ্ছে ইউএস ওপেন
গণঅভ্যুত্থান পরবর্তী সম্প্রীতি ধরে রেখেছেন সুনামগঞ্জবাসী
১০