মাধবদীর সাবেক মেয়র মোশাররফ হোসেন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৪:০৬
মাধবদীর সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। ফাইল ছবি

নরসিংদী, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন নরসিংদী জেলার মাধবদীর সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে রোববার রাতে গ্রেপ্তার হন মোশাররফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। তিনি বলেন, আমাদের জানানো হয়েছে, মাধবদী পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত আর কিছু জানতে পারিনি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, মোশাররফ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হয়। আরেকটি হত্যা চেষ্টার মামলা করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে। এছাড়া একটি মামলায় তিনি আগেই অব্যাহতি পান।

নরসিংদী জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ার স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৭
কুমিল্লায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোলার নদী গুলোর  মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
মিউনিখ বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় বিমান চলাচল বন্ধ
প্রযুক্তি খাতের উত্থানে চাঙ্গা এশিয়ার বাজার
শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিটে নতুন রেকর্ড
ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু
নেত্রকোনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিলের নতুন জেনেরিক অনুমোদন, রক্ষণশীলদের ক্ষোভ
গাজায় ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরাইলের তীব্র নিন্দায় তুরস্ক
১০