মাধবদীর সাবেক মেয়র মোশাররফ হোসেন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৪:০৬
মাধবদীর সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। ফাইল ছবি

নরসিংদী, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন নরসিংদী জেলার মাধবদীর সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে রোববার রাতে গ্রেপ্তার হন মোশাররফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। তিনি বলেন, আমাদের জানানো হয়েছে, মাধবদী পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত আর কিছু জানতে পারিনি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, মোশাররফ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হয়। আরেকটি হত্যা চেষ্টার মামলা করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে। এছাড়া একটি মামলায় তিনি আগেই অব্যাহতি পান।

নরসিংদী জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফলো-অন এড়াতে লড়ছে আয়ারল্যান্ড
দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা
নরসিংদীতে ভূমিকম্পে এক বৃদ্ধ নিহত
নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশু নিহত 
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা: গোলাম পরওয়ার 
ভূমিকম্প প্রতিরোধে এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : জাহিদ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
অনলাইনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেফতার
ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত: বিএনপি মহাসচিব
১০