ফেনীতে মাইক্রোবাসকে ট্রাকের ধাক্কা, নিহত ১

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৪:১৫

ফেনী, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলে গতকাল রোববার রাতে ট্রাকের ধাক্কায় রাজিব হোসেন রাজু (২৬) নামে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত ও ৮জন আহত হয়েছেন। 

নিহত রাজিব হোসেন রাজু নোয়াখালীর চর জব্বর থানার পশ্চিম চরজব্বর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে। 

হাইওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, মাইক্রোবাসটি কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে লালপুলের কাছাকাছি পৌঁছে। এসময় তৎসংলগ্ন সন্ধানী ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক মহাসড়কের দিকে ওঠার সময় মাইক্রোবাসকে ধাক্কা দেয়। মুহূর্তে মাইক্রোবাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে দুমড়ে মুছড়ে যায়। 

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ বাসসকে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয়রা মাইক্রোবাসের ৯ যাত্রীকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এখানে কর্তব্যরত চিকিৎসক  একজনকে মৃত ঘোষণা করেন। 

অপর আহতদের মধ্যে সংকটজনক অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত  গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০