মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, নিহত ১

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৪:১৮ আপডেট: : ২৮ জুলাই ২০২৫, ১৪:৩৪
প্রতীকী ছবি

নোয়াখালী, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ব্লাকহেডের ধাক্কায় মাছধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় সাকিব উদ্দিন (১৭) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মো. আরাফাত নামে আরও এক জেলে নিখোঁজ রয়েছেন।

আজ সোমবার ভোরে উপজেলার সুখচর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত সাকিব উদ্দিন উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোঁজ আরাফাত সুখচর ইউনিয়নের ৮নম্বর ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর তীরে নোঙর করা অবস্থায় ছিল আফছার মাঝির মাছধরার ট্রলার। নোঙর করা ওই ট্রলারে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে হঠাৎ দক্ষিণ দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে যায়। 

পরে তাদের চিৎকার শুনে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। এক ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পর বাল্কহেডটি পালিয়ে যায়।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০