কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৪:২৮ আপডেট: : ২৮ জুলাই ২০২৫, ১৪:৫৭
কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা। ছবি : বাসস

কুমিল্লা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে কুমিল্লার নজরুল ইন্সটিটিউটের হলরুমে এ অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বোর্ডে সর্বোচ্চ নম্বরধারী ২১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি) প্রকল্প ও জেলা শিক্ষা অফিস এ কর্মসূচির আয়োজন করে।

দুই ক্যাটাগরিতে বৃত্তি হিসেবে এসএসসি ১০ হাজার টাকা এবং এইচএসসিতে ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ইউনুস ফারুকী।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় প্রকল্পটি প্রতিটি উপজেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হচ্ছে।

দিদার মডেল স্কুলের সহকারী শিক্ষক সারোয়ার জাহান সুবর্ণার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজালাল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক আসাদুজ্জামান তালুকদার, সহকারী জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলের, সরকার শিক্ষার্থীদের প্রেষণা যোগাতে কাজ করে যাচ্ছে। আর্থিক অনুদানটা হয়তো সামান্য কিন্তু এটা একজন শিক্ষার্থীর জন্য দারুণ অনুপ্রেরণার। এটা একজন শিক্ষার্থীর মেধা ও মননের স্বীকৃতি। 

স্বাগত বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজালাল বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে প্রতি উপজেলায় ৪ জন শ্রেষ্ঠ শিক্ষককে ১ লাখ টাকা করে অনুদান দেয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০