খুলনা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (কেএইউ) ক্যাম্পাস-১ এ একটি নতুন ভেটেরিনারি টিচিং হসপিটাল (ভিটিএইচ) উদ্বোধন করা হয়েছে।
রোববার দৌলতপুরের মধ্যপাড়ায় কেএইউ উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করেন।
এই হাসপাতাল থেকে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি স্থানীয় কৃষক ও প্রান্তিক পশুপালকদের মানসম্মত পশু চিকিৎসা সেবাও দেওয়া হবে।
খোলা থাকবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (শুক্র ও শনিবার এবং সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া)।
ভেটেরিনারি টিচিং হসপিটালে মেডিসিন, সার্জারি, স্ত্রীরোগ (গাইনিকোলজি), অপারেশন থিয়েটারের পাশপাশি ডায়াগনস্টিক ল্যাবরেটরি ইউনিটও অন্তর্ভুক্ত রয়েছে।
এখানে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কুকুর ও বিড়ালসহ বিভিন্ন প্রাণীর রোগ নির্ণয় ও চিকিৎসা দেবেন অভিজ্ঞ পশু চিকিৎসকরা।
হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
উপাচার্য ড. নাজমুল আহসান বলেন, এই হাসপাতাল একইসঙ্গে দ্বৈত ভূমিকা পালন করবে। একদিকে দক্ষ ভেটেরিনারি গ্র্যাজুয়েট তৈরি করবে, অন্যদিকে খুলনাসহ আশপাশের অঞ্চলের কৃষকদের পশুচিকিৎসা সংক্রান্ত চাহিদা পূরণ করবে।