রংপুরে মেয়ের বাল্যবিয়ের আয়োজনে বাবাকে জরিমানা

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৪:৫২
জেলার তারাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়। ছবি : বাসস

রংপুর, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): জেলার তারাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা। 

এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৪ নম্বর হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খাঁরুভাঁজ গ্রামের আব্দুল হালিমের নবম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের মেয়েকে বিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল। এ ঘটনা ইউএনও মো. রুবেল রানা জানতে পারলে সেখানে অভিযান পরিচালনা করেন। 

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যায়। পরে ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রামবাসীর সহযোগিতায় মেয়ের বাবাকে ডেকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। 

জরিমানা দিতে ব্যর্থ হলে ৭দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। একইসঙ্গে তিনি ১৮ বছরের আগে বিয়ে দেবে না মর্মে মুচলেকা প্রদান করেন।

তারাগঞ্জ ইউএনও মো. রুবেল রানা বলেন, বাল্যবিবাহ রোধকল্পে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানেই বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করা হবে সেখানেই আমরা অভিযান চালাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০