রংপুরে মেয়ের বাল্যবিয়ের আয়োজনে বাবাকে জরিমানা

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৪:৫২
জেলার তারাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়। ছবি : বাসস

রংপুর, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): জেলার তারাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা। 

এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৪ নম্বর হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খাঁরুভাঁজ গ্রামের আব্দুল হালিমের নবম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের মেয়েকে বিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল। এ ঘটনা ইউএনও মো. রুবেল রানা জানতে পারলে সেখানে অভিযান পরিচালনা করেন। 

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যায়। পরে ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রামবাসীর সহযোগিতায় মেয়ের বাবাকে ডেকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। 

জরিমানা দিতে ব্যর্থ হলে ৭দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। একইসঙ্গে তিনি ১৮ বছরের আগে বিয়ে দেবে না মর্মে মুচলেকা প্রদান করেন।

তারাগঞ্জ ইউএনও মো. রুবেল রানা বলেন, বাল্যবিবাহ রোধকল্পে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানেই বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করা হবে সেখানেই আমরা অভিযান চালাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০