বগুড়ায় ট্রাকের ধাক্কায় অপর ট্রাকচালক নিহত

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:২৭

বগুড়া, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন। 

আজ সোমবার ভোরে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জের মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মনির হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত হেলপার লায়ন মিয়া (২৫) একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। 

তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, চালক মনির হোসেন ঘুমাচ্ছিলেন। হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। ধাক্কায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। হেলপারকে আহত অবস্থায় বের করা গেলেও চালক আটকে পড়েন ভেতরে। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়দের অভিযোগ, উন্নত যন্ত্র না থাকায় উদ্ধার কাজ ধীরগতিতে হয়েছে। ব্যবহৃত রেকার ও ক্রেন ছিল দুর্বল।

ওসি নির্মল চন্দ্র মহন্ত জানান, মরদেহ হস্তান্তর করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটলো সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফলো-অন এড়াতে লড়ছে আয়ারল্যান্ড
দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা
নরসিংদীতে ভূমিকম্পে এক বৃদ্ধ নিহত
নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশু নিহত 
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা: গোলাম পরওয়ার 
ভূমিকম্প প্রতিরোধে এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : জাহিদ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
অনলাইনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেফতার
ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত: বিএনপি মহাসচিব
১০