বগুড়ায় ট্রাকের ধাক্কায় অপর ট্রাকচালক নিহত

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:২৭

বগুড়া, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন। 

আজ সোমবার ভোরে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জের মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মনির হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত হেলপার লায়ন মিয়া (২৫) একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। 

তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, চালক মনির হোসেন ঘুমাচ্ছিলেন। হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। ধাক্কায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। হেলপারকে আহত অবস্থায় বের করা গেলেও চালক আটকে পড়েন ভেতরে। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়দের অভিযোগ, উন্নত যন্ত্র না থাকায় উদ্ধার কাজ ধীরগতিতে হয়েছে। ব্যবহৃত রেকার ও ক্রেন ছিল দুর্বল।

ওসি নির্মল চন্দ্র মহন্ত জানান, মরদেহ হস্তান্তর করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটলো সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ার স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৭
কুমিল্লায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোলার নদী গুলোর  মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
মিউনিখ বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় বিমান চলাচল বন্ধ
প্রযুক্তি খাতের উত্থানে চাঙ্গা এশিয়ার বাজার
শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিটে নতুন রেকর্ড
ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু
নেত্রকোনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিলের নতুন জেনেরিক অনুমোদন, রক্ষণশীলদের ক্ষোভ
গাজায় ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরাইলের তীব্র নিন্দায় তুরস্ক
১০