বগুড়ায় ট্রাকের ধাক্কায় অপর ট্রাকচালক নিহত

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:২৭

বগুড়া, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন। 

আজ সোমবার ভোরে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জের মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মনির হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত হেলপার লায়ন মিয়া (২৫) একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। 

তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, চালক মনির হোসেন ঘুমাচ্ছিলেন। হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। ধাক্কায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। হেলপারকে আহত অবস্থায় বের করা গেলেও চালক আটকে পড়েন ভেতরে। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়দের অভিযোগ, উন্নত যন্ত্র না থাকায় উদ্ধার কাজ ধীরগতিতে হয়েছে। ব্যবহৃত রেকার ও ক্রেন ছিল দুর্বল।

ওসি নির্মল চন্দ্র মহন্ত জানান, মরদেহ হস্তান্তর করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটলো সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০