বগুড়ায় ট্রাকের ধাক্কায় অপর ট্রাকচালক নিহত

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:২৭

বগুড়া, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন। 

আজ সোমবার ভোরে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জের মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মনির হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত হেলপার লায়ন মিয়া (২৫) একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। 

তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, চালক মনির হোসেন ঘুমাচ্ছিলেন। হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। ধাক্কায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। হেলপারকে আহত অবস্থায় বের করা গেলেও চালক আটকে পড়েন ভেতরে। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়দের অভিযোগ, উন্নত যন্ত্র না থাকায় উদ্ধার কাজ ধীরগতিতে হয়েছে। ব্যবহৃত রেকার ও ক্রেন ছিল দুর্বল।

ওসি নির্মল চন্দ্র মহন্ত জানান, মরদেহ হস্তান্তর করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটলো সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যৎ গড়তে প্রস্তুত বাংলাদেশ: খাদ্য  উপদেষ্টা
চরফ্যাশনে মেয়াদোত্তীর্ণ দুই ইউপিতে প্রশাসক ও সদস্য নিয়োগে হাইকোর্টের নির্দেশ
দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ
‘জুলাই পুনর্জাগরণ উৎসব-২০২৫’ উপলক্ষ্যে নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প
সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
১০