জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের ভবদহে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:৪০
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগরে ভবদহ এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: বাসস

যশোর, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলার জলাবদ্ধ ভবদহ এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত অভয়নগর উপজেলার এসটি স্কুল এন্ড কলেজে আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এ দেড় হাজারের বেশি নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার তত্ত্বাবধানে ১০৫ ব্রিগেড এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেডিসিন, চক্ষু, চর্ম, গাইনি ও শিশু বিষয়ের ৮ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগিদের চিকিৎসাপত্র প্রদান করেন। পরে চিকিৎসাপত্র অনুযায়ী রোগিদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়।

এ বিষয়ে ১০৫ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী বলেন, সেনাবাহিনী তাদের নিয়মিত অপারেশনাল কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনহিতকর কার্যক্রমও পরিচালনা করে থাকে। তারই অংশ হিসেবে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ভবদহের জলাবদ্ধ এলাকার নারী, পুরুষ ও শিশুদের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর এ ধরনের জনহিতকর কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করায় ভবদহ এলাকার সুবিধাবঞ্চিত নারী- পুরুষেরা বাংলাদেশ সেনাবাহিনী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, প্রতি বর্ষা মৌসুমে যশোর জেলার অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার কয়েকশ’ গ্রাম (ভবদহ এলাকা হিসেবে পরিচিত) জলাবদ্ধ হয়ে পড়ে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ার স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৭
কুমিল্লায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোলার নদী গুলোর  মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
মিউনিখ বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় বিমান চলাচল বন্ধ
প্রযুক্তি খাতের উত্থানে চাঙ্গা এশিয়ার বাজার
শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিটে নতুন রেকর্ড
ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু
নেত্রকোনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিলের নতুন জেনেরিক অনুমোদন, রক্ষণশীলদের ক্ষোভ
গাজায় ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরাইলের তীব্র নিন্দায় তুরস্ক
১০