জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের ভবদহে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:৪০
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগরে ভবদহ এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: বাসস

যশোর, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলার জলাবদ্ধ ভবদহ এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত অভয়নগর উপজেলার এসটি স্কুল এন্ড কলেজে আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এ দেড় হাজারের বেশি নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার তত্ত্বাবধানে ১০৫ ব্রিগেড এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেডিসিন, চক্ষু, চর্ম, গাইনি ও শিশু বিষয়ের ৮ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগিদের চিকিৎসাপত্র প্রদান করেন। পরে চিকিৎসাপত্র অনুযায়ী রোগিদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়।

এ বিষয়ে ১০৫ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী বলেন, সেনাবাহিনী তাদের নিয়মিত অপারেশনাল কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনহিতকর কার্যক্রমও পরিচালনা করে থাকে। তারই অংশ হিসেবে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ভবদহের জলাবদ্ধ এলাকার নারী, পুরুষ ও শিশুদের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর এ ধরনের জনহিতকর কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করায় ভবদহ এলাকার সুবিধাবঞ্চিত নারী- পুরুষেরা বাংলাদেশ সেনাবাহিনী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, প্রতি বর্ষা মৌসুমে যশোর জেলার অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার কয়েকশ’ গ্রাম (ভবদহ এলাকা হিসেবে পরিচিত) জলাবদ্ধ হয়ে পড়ে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইমের সেঞ্চুরিতে এগিয়ে রংপুর
আরিফুল-রনির সেঞ্চুরির পর রাকিবুলের বোলিংয়ে ভাল অবস্থায় ময়মনসিংহ
বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক
জুলাই গণঅভ্যুত্থানের পরও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে : নাছির
দুদকের রিমান্ডে আরামিট পিএলসির ৩ কর্মকর্তা
ক্যাম্পাস সাংবাদিকতায় গঠনমূলক ভূমিকার আহ্বান বেরোবি উপাচার্যের
পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
রাঙ্গামাটিতে বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে : ফরিদা আখতার
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে একজন নিহতের ঘটনায় বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
এশিয়ান যুব গেমসে ব্রোঞ্জ জয়ী কাবাডি দলকে আইজিপি’র ১০ লাখ টাকা পুরস্কার
১০