জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের ভবদহে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:৪০
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগরে ভবদহ এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: বাসস

যশোর, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলার জলাবদ্ধ ভবদহ এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত অভয়নগর উপজেলার এসটি স্কুল এন্ড কলেজে আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এ দেড় হাজারের বেশি নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার তত্ত্বাবধানে ১০৫ ব্রিগেড এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেডিসিন, চক্ষু, চর্ম, গাইনি ও শিশু বিষয়ের ৮ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগিদের চিকিৎসাপত্র প্রদান করেন। পরে চিকিৎসাপত্র অনুযায়ী রোগিদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়।

এ বিষয়ে ১০৫ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী বলেন, সেনাবাহিনী তাদের নিয়মিত অপারেশনাল কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনহিতকর কার্যক্রমও পরিচালনা করে থাকে। তারই অংশ হিসেবে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ভবদহের জলাবদ্ধ এলাকার নারী, পুরুষ ও শিশুদের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর এ ধরনের জনহিতকর কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করায় ভবদহ এলাকার সুবিধাবঞ্চিত নারী- পুরুষেরা বাংলাদেশ সেনাবাহিনী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, প্রতি বর্ষা মৌসুমে যশোর জেলার অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার কয়েকশ’ গ্রাম (ভবদহ এলাকা হিসেবে পরিচিত) জলাবদ্ধ হয়ে পড়ে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০