জুলাই অভ্যুত্থান স্মরণে দিনাজপুরে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:১৬
জুলাই ২৪ এর স্মৃতিচারণ উপলক্ষ্যে সোমবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

দিনাজপুর, ২৮ জুলাই ২০২৫ (বাসস): জুলাই ২৪ এর স্মৃতিচারণ উপলক্ষ্যে দিনাজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর ১২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 
র‌্যালিটি হাসপাতালের বহির্বিভাগের সন্মুখ থেকে বের হয়ে ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বহির্বিভাগের সামনে এসে শেষ হয়। পরে বেলা আড়াইটার দিকে হাসপাতালের মিলনায়তনে আলোচনা সভা হয়।

হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ সাদেক আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোজাম্মেল হক, সহযোগী অধ্যাপক সাহাব আহমেদ, ইশরাত শারমিন, মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচারক ডা. শ্যামলি সাহা, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আহসান আলী সরকার, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বেনজামিন দাস প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতালের ইনটার্ন চিকিৎসক ডা. হাদিউজ্জামান সেতু।

অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী বলেন, জুলাই ২৪-এর আন্দোলনে শহীদ আবু সাঈদরা দেশ ফ্যাসিবাদ মুক্ত করতে জীবন দিয়েছেন। এদেশের গর্বিত সেসব শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের দেশের উন্নয়নে এক যোগে কাজ করতে হবে। 

অন্যান্য বক্তারা বলেন, আমাদের যেন অতীতের অবস্থায় আর ফিরে যেতে না হয়, সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এই দেশটাকে উন্নয়নের অগ্রযাত্রায় নতুন করে গড়ে তুলতে হবে। 

আলোচনা সভা শেষে ২৪-এর জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ মুনাজাত ও দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যৎ গড়তে প্রস্তুত বাংলাদেশ: খাদ্য  উপদেষ্টা
চরফ্যাশনে মেয়াদোত্তীর্ণ দুই ইউপিতে প্রশাসক ও সদস্য নিয়োগে হাইকোর্টের নির্দেশ
দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ
‘জুলাই পুনর্জাগরণ উৎসব-২০২৫’ উপলক্ষ্যে নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প
১০