নওগাঁয় নারীর ক্ষমতায়ন পাইলট কর্ম পরিকল্পনা বিষয়ক সভা

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:৪৮
নওগাঁয় নারীর ক্ষমতায়ন পাইলট কর্ম পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত।ছবি: বাসস

নওগাঁ, ২৮ জুলাই ২০২৫ (বাসস): নওগাঁর ধামইরহাটে অর্থনৈতিক স্বচ্ছলতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন পাইলট কর্ম পরিকল্পনা বিষয়ক এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) এর মঙ্গলবাড়ী শাখার বাস্তবায়নে এবং ঢাকা উইমেন’স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিডব্লিউসিসি আই) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলার ইসবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাদাল গ্রামে এ পাইলটিং প্রকল্প শুরু হয়েছে।

প্রকল্পের সমন্বয়কারী রেহেনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোছা. জেসমিন আক্তার। এতে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার ওসি ইমাম জাফর। 

আরও বক্তব্য দেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মনসুর আলম, সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এটিএম ফসিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, ইউপি সদস্য ফাতিমা খাতুন, আবু সালেহ সরদার, উপকারভোগী হাবিবা খাতুন, ফিল্ড সুপারভাইজার শামীমা, ফিল্ড ফ্যাসিলিটেটর প্রতীমা পাহান প্রমুখ।

উল্লেখ্য, প্রকল্পের অধীনে বাদাল গ্রামের ১০জন নারীকে বাছাই করে এক বছর তাদের গবাদিপশু, সেলাই মেশিন, পাটের ব্যাগ, পোল্ট্রি ফার্ম এবং বাগান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। 

প্রশিক্ষণ শেষে তাদের স্বাবলম্বী করার জন্য এককালীন ৩০ হাজার দেয়া হবে যাতে তারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা
নরসিংদীতে ভূমিকম্পে এক বৃদ্ধ নিহত
নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশু নিহত 
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা: গোলাম পরওয়ার 
ভূমিকম্প প্রতিরোধে এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : জাহিদ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
অনলাইনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেফতার
ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত: বিএনপি মহাসচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
১০