রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা বৃদ্ধি

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:৫০
সোমবার কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৮ জুলাই ২০২৫ (বাসস): সম্প্রতি অতি বৃষ্টির কারণে জেলায় আজ কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা দুইদিন বাড়ানো হয়েছে।

৩১ জুলাই মধ্যরাত থেকে মৎস্য আহরণের কথা থাকলেও অতি বৃষ্টির কারণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করায় আগামী ২ আগস্ট মধ্যরাত থেকে হ্রদে মৎস্য আহরণ শুরু হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

আজ সোমবার কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক।  

সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা রিফাত আসমা, অতিরিক্ত পুলিশ সুপার আজহারুল ইসলাম মুকুল, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, বিএফডিসি ডেপুটি ম্যানেজার মো. মাসুদ আলম প্রমুখ-সহ মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, বিএফডিসি, ব্যবসায়ী সমিতি ও জেলেসহ সংশ্লিষ্টদের সম্মতিক্রমে আগামী ২ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হবে এবং ৩ আগস্ট সকাল ৬টা থেকে মাছ ল্যান্ডিং ও পরিবহন শুরু হবে।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে চলতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনমাসের জন্য মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি। সম্প্রতি অতি বৃষ্টির কারণে নিষেধাজ্ঞা দু’দিন বাড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০