জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জয়পুরহাটে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:৩৭
সোমবার জয়পুরহাটে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

জয়পুরহাট, ২৮ জুলাই ২০২৫ (বাসস) : জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকাল সাড়ে ৯টা থেকে জেলা শহরের খনজনপুর উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর আয়োজন করা হয়। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮ টি বুথের মাধ্যমে চর্ম ও যৌন, চক্ষু বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞসহ আরও কয়েকজন মেডিকেল অফিসারের মাধ্যমে প্রায় একহাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার জানান, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এ ক্যাম্পের আয়োজন করেছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ প্রচেষ্টা। 

এদিন বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ব্যাক্তিরা জানান, বিভিন্ন এলাকার বৃদ্ধ, শিশু, নারীসহ সব বয়সের মানুষ এখানে এসেছেন। তারা এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইমের সেঞ্চুরিতে এগিয়ে রংপুর
আরিফুল-রনির সেঞ্চুরির পর রাকিবুলের বোলিংয়ে ভাল অবস্থায় ময়মনসিংহ
বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক
জুলাই গণঅভ্যুত্থানের পরও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে : নাছির
দুদকের রিমান্ডে আরামিট পিএলসির ৩ কর্মকর্তা
ক্যাম্পাস সাংবাদিকতায় গঠনমূলক ভূমিকার আহ্বান বেরোবি উপাচার্যের
পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
রাঙ্গামাটিতে বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে : ফরিদা আখতার
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে একজন নিহতের ঘটনায় বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
এশিয়ান যুব গেমসে ব্রোঞ্জ জয়ী কাবাডি দলকে আইজিপি’র ১০ লাখ টাকা পুরস্কার
১০