মাইলস্টোনে নিহত টাঙ্গাইলের হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:৫৯
সোমবার জেলার সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামে বিমান বাহিনীর প্রধানের পক্ষে একটি প্রতিনিধি দল হুমায়রার কবরে ফুলেল শ্রদ্ধা জানান। ছবি : বাসস

টাঙ্গাইল, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত মেহরিন আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী।

আজ দুপুরে জেলার সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামে বিমান বাহিনীর প্রধানের পক্ষে একটি প্রতিনিধি দল হুমায়রার কবরে ফুলেল শ্রদ্ধা জানান।

১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তারা কবর জিয়ারত করেন ও হুমায়রার বাবা-মার সঙ্গে কথা বলেন।  

এ সময় বিমান বাহিনীর সদস্যরা ছাড়াও হুমায়রার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

হুমায়রার বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার মেয়েটা খুব কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে। ওর মুখ, শ্বাসনালী পুড়ে গিয়েছিল। 

গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের শিক্ষার্থী মেহরিন আফরিন হুমায়রার মৃত্যু হয়। পরদিন গ্রামের বাড়ি সখিপুরে তাকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইমের সেঞ্চুরিতে এগিয়ে রংপুর
আরিফুল-রনির সেঞ্চুরির পর রাকিবুলের বোলিংয়ে ভাল অবস্থায় ময়মনসিংহ
বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক
জুলাই গণঅভ্যুত্থানের পরও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে : নাছির
দুদকের রিমান্ডে আরামিট পিএলসির ৩ কর্মকর্তা
ক্যাম্পাস সাংবাদিকতায় গঠনমূলক ভূমিকার আহ্বান বেরোবি উপাচার্যের
পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
রাঙ্গামাটিতে বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে : ফরিদা আখতার
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে একজন নিহতের ঘটনায় বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
এশিয়ান যুব গেমসে ব্রোঞ্জ জয়ী কাবাডি দলকে আইজিপি’র ১০ লাখ টাকা পুরস্কার
১০