পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইউপি চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:২৯
জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৭ জন কৃতি শিক্ষার্থীকে সোমবার সংবর্ধনা দেওয়া হয়। ছবি : বাসস

পঞ্চগড়, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৭ জন কৃতি শিক্ষার্থীকে আজ দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধানের উদ্যোগে কামাত কাজলদিঘী ইউপি কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই, ডায়েরি ও কলম তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান মামুন প্রমুখ।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি সব ইউনিয়নেই কৃতি শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজনের আহ্বান জানান। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘অনেকেই এসএসসি, এইচএসসিতে ভালো ফলাফল করলেও পরবর্তীতে পড়ালেখা ঠিকমত না করার কারণে ভালো জায়গায় পৌঁছতে পারেনা। এজন্য মাদক, মোবাইল আসক্তি না হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলেই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।’

ইউপি চেয়ারম্যান বলেন, আমি প্রতি বছর এলাকার কৃতি শিক্ষার্থীদের নিয়ে এমন সংবর্ধনার আয়োজন করি। 

এতে শিক্ষার্থীরা উৎসাহ পায় এবং ভালো ফলাফলের ধারাবাহিকতা ঠিক রাখার চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা
নরসিংদীতে ভূমিকম্পে এক বৃদ্ধ নিহত
নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশু নিহত 
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা: গোলাম পরওয়ার 
ভূমিকম্প প্রতিরোধে এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : জাহিদ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
অনলাইনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেফতার
ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত: বিএনপি মহাসচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
১০