পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইউপি চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:২৯
জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৭ জন কৃতি শিক্ষার্থীকে সোমবার সংবর্ধনা দেওয়া হয়। ছবি : বাসস

পঞ্চগড়, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৭ জন কৃতি শিক্ষার্থীকে আজ দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধানের উদ্যোগে কামাত কাজলদিঘী ইউপি কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই, ডায়েরি ও কলম তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান মামুন প্রমুখ।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি সব ইউনিয়নেই কৃতি শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজনের আহ্বান জানান। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘অনেকেই এসএসসি, এইচএসসিতে ভালো ফলাফল করলেও পরবর্তীতে পড়ালেখা ঠিকমত না করার কারণে ভালো জায়গায় পৌঁছতে পারেনা। এজন্য মাদক, মোবাইল আসক্তি না হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলেই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।’

ইউপি চেয়ারম্যান বলেন, আমি প্রতি বছর এলাকার কৃতি শিক্ষার্থীদের নিয়ে এমন সংবর্ধনার আয়োজন করি। 

এতে শিক্ষার্থীরা উৎসাহ পায় এবং ভালো ফলাফলের ধারাবাহিকতা ঠিক রাখার চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬৪ মামলা
খুলনায় সাবেক এমপি-মেয়রসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা
মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান ভাগনে বিল্লাল গ্রেফতার
রামগতির সাথে হাতিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস: হামাস কর্মকর্তা
অবৈধ গ্যাস: ৫ লাখ ৯০ হাজার টাকার জরিমানা আদায়
দেশের কিছু জায়গায় মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য প্রস্তুত জেলেনস্কি
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : কয়ছর এম আহমদ
ট্রাম্প-ইউরোপীয় নেতাদের বৈঠক ঘিরে অপেক্ষা, শেয়ারবাজারে সামান্য পরিবর্তন
১০