পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইউপি চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:২৯
জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৭ জন কৃতি শিক্ষার্থীকে সোমবার সংবর্ধনা দেওয়া হয়। ছবি : বাসস

পঞ্চগড়, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৭ জন কৃতি শিক্ষার্থীকে আজ দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধানের উদ্যোগে কামাত কাজলদিঘী ইউপি কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই, ডায়েরি ও কলম তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান মামুন প্রমুখ।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি সব ইউনিয়নেই কৃতি শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজনের আহ্বান জানান। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘অনেকেই এসএসসি, এইচএসসিতে ভালো ফলাফল করলেও পরবর্তীতে পড়ালেখা ঠিকমত না করার কারণে ভালো জায়গায় পৌঁছতে পারেনা। এজন্য মাদক, মোবাইল আসক্তি না হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলেই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।’

ইউপি চেয়ারম্যান বলেন, আমি প্রতি বছর এলাকার কৃতি শিক্ষার্থীদের নিয়ে এমন সংবর্ধনার আয়োজন করি। 

এতে শিক্ষার্থীরা উৎসাহ পায় এবং ভালো ফলাফলের ধারাবাহিকতা ঠিক রাখার চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইমের সেঞ্চুরিতে এগিয়ে রংপুর
আরিফুল-রনির সেঞ্চুরির পর রাকিবুলের বোলিংয়ে ভাল অবস্থায় ময়মনসিংহ
বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক
জুলাই গণঅভ্যুত্থানের পরও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে : নাছির
দুদকের রিমান্ডে আরামিট পিএলসির ৩ কর্মকর্তা
ক্যাম্পাস সাংবাদিকতায় গঠনমূলক ভূমিকার আহ্বান বেরোবি উপাচার্যের
পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
রাঙ্গামাটিতে বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে : ফরিদা আখতার
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে একজন নিহতের ঘটনায় বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
এশিয়ান যুব গেমসে ব্রোঞ্জ জয়ী কাবাডি দলকে আইজিপি’র ১০ লাখ টাকা পুরস্কার
১০