নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধু নিহত

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৮:০০
প্রতীকী ছবি

নীলফামারী, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় ট্রেনে কাটা পড়ে আজ সকাল সাড়ে ৯ টার দিকে মোছা. হেনা বেগম (৪২) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। 

জেলা শহরের কলেজ স্টেশনের অদুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম পাটকামুড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী জানায়, সকাল সাড়ে নয়টার দিকে হেনা বেগম কলেজ স্টেশন এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হাটছিলেন। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা একপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

নিহতের ছেলে হাবিবুর রহমান (২০) জানান, তার মা কলেজ স্টেশন এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এসময় লাইনের ওপর দিয়ে হাটার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন। এঘটনায় পরিবারের পক্ষ থেকে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ার স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৭
কুমিল্লায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোলার নদী গুলোর  মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
মিউনিখ বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় বিমান চলাচল বন্ধ
প্রযুক্তি খাতের উত্থানে চাঙ্গা এশিয়ার বাজার
শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিটে নতুন রেকর্ড
ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু
নেত্রকোনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিলের নতুন জেনেরিক অনুমোদন, রক্ষণশীলদের ক্ষোভ
গাজায় ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরাইলের তীব্র নিন্দায় তুরস্ক
১০