নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধু নিহত

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৮:০০
প্রতীকী ছবি

নীলফামারী, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় ট্রেনে কাটা পড়ে আজ সকাল সাড়ে ৯ টার দিকে মোছা. হেনা বেগম (৪২) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। 

জেলা শহরের কলেজ স্টেশনের অদুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম পাটকামুড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী জানায়, সকাল সাড়ে নয়টার দিকে হেনা বেগম কলেজ স্টেশন এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হাটছিলেন। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা একপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

নিহতের ছেলে হাবিবুর রহমান (২০) জানান, তার মা কলেজ স্টেশন এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এসময় লাইনের ওপর দিয়ে হাটার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন। এঘটনায় পরিবারের পক্ষ থেকে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান
গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে : মঞ্জু
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫০৭ জন গ্রেফতার 
বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
১০