নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধু নিহত

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৮:০০
প্রতীকী ছবি

নীলফামারী, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় ট্রেনে কাটা পড়ে আজ সকাল সাড়ে ৯ টার দিকে মোছা. হেনা বেগম (৪২) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। 

জেলা শহরের কলেজ স্টেশনের অদুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম পাটকামুড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী জানায়, সকাল সাড়ে নয়টার দিকে হেনা বেগম কলেজ স্টেশন এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হাটছিলেন। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা একপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

নিহতের ছেলে হাবিবুর রহমান (২০) জানান, তার মা কলেজ স্টেশন এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এসময় লাইনের ওপর দিয়ে হাটার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন। এঘটনায় পরিবারের পক্ষ থেকে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা
নরসিংদীতে ভূমিকম্পে এক বৃদ্ধ নিহত
নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশু নিহত 
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা: গোলাম পরওয়ার 
ভূমিকম্প প্রতিরোধে এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : জাহিদ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
অনলাইনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেফতার
ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত: বিএনপি মহাসচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
১০